17 C
Toronto
সোমবার, মে ২৭, ২০২৪

প্রভার ভালোবাসার সংসারে ঝড়, অতঃপর…

Sadia Jahan Prova : প্রভার ভালোবাসার সংসারে ঝড়, অতঃপর… - the Bengali Times

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। এবার এক নতুন গল্পে, ভিন্ন চরিত্রে দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন। যেখানে তাকে দেখা যাবে দেশের নাম করা মডেল ও অভিনেত্রীর চরিত্রে। নাটকের নাম ‘ব্লাক কফি’।

- Advertisement -

গল্পে দেখা যাবে, প্রভার সঙ্গে পরিচয় হয় এক উচ্চবিত্ত পরিবারের ছেলের। তারপর দুজনে প্রেমে জড়িয়ে পড়েন। সেই প্রেম বিয়েতে গড়ায়। কিন্তু ভালোবেসে বাঁধা সংসারে আসে ঝড়। খুন হন দুজনের একজন। ঘটনায় আসে নাটকীয়তা। এগিয়ে চলে গল্প।

নাটকে প্রভার বিপরীতে দেখা যাবে তরুণ অভিনেতা জাহের আলভীকে। গত ১০সেপ্টেম্বর থেকে রাজধানীর উত্তরায় চলছে নাটকটির শুটিং। জহির করিমের রচনা ও প্রযোজনায় ফয়জুল করিম রথির পরিচালনায় নির্মিত হচ্ছে নাটকটি।

নাটকটির গল্প ও চরিত্রে নিয়ে প্রভা বলেন, ‘এই নাটকের গল্প খুবই হৃদয়স্পর্শী, যেটি আমার মনকে নাড়া দিয়েছে। জহির করিম ভাইয়ের গল্পে এটাই আমার প্রথম কাজ নয়, এর আগেও তার গল্পে বেশ কিছু কাজ করেছি। তবে এবারের গল্পটায় দর্শক আমাকে একটু অন্যভাবে খুঁজে পাবেন।’

- Advertisement -

Related Articles

Latest Articles