3.6 C
Toronto
রবিবার, এপ্রিল ২১, ২০২৪

মমতা কুলকার্নি থেকে কঙ্গনা; ভালো চরিত্রের বিনিময়ে পেয়ে ছিলেন কুপ্রস্তাব!

মমতা কুলকার্নি থেকে কঙ্গনা; ভালো চরিত্রের বিনিময়ে পেয়ে ছিলেন কুপ্রস্তাব!

রোল ক্যামেরা, লাইট, অ্যাকশন- এই শব্দগুলোর সঙ্গে জড়িয়ে থাকে যশ, খ্যাতি, প্রাচুর্য। খ্যাতি কার না ভালো লাগে। তবে বিখ্যাত হয়ে ওঠার পথটা ততটা মসৃণ নয়, যতটা বাইরে থেকে দেখা যায়। সেই রাস্তায় গোলাপের পাপড়ির থেকে কাঁটার সংখ্যা বেশি থাকে। সব অভিনেতাদেরই নিজেকে বড় পর্দায় দেখার বাসনা থাকে। সাধারণ বাড়ি থেকে বড় পর্দার যাত্রার মাঝে এমন অনেক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয় সবাইকে। প্রতিটা যুগে এমনটাই হয়ে এসেছে।

- Advertisement -

এমন অনেক অভিনেতা আছেন, যারা ফিরিয়ে দিয়েছেন এমন অনেক বড় চরিত্রের সুযোগ। মমতা কুলকার্নি আশির দশকের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী। পরিচালক রাজকুমার সন্তোষীর বিরুদ্ধে এনেছিলেন ভয়ঙ্কর অভিযোগ। একটি চরিত্রের বিনিময়ে যৌন সম্পর্কে লিপ্ত হওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি।

শুধু মমতা কুলকার্নি নয়, এই একই পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে কঙ্গনা রানাউত, সানি লিওনি-সহ একাধিক বলিউড তারকাকে।

যৌন হেনস্তার শিকার হয়েছিলেন কঙ্গনা। বরাবরই স্পষ্টবাদী এই অভিনেত্রী বলেন, ‘আমায় একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের বিনিময়ে শারীরিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দিয়েছিলেন এক প্রযোজক।’

অন্যদিকে এমনই এক অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সানি লিওনিকেও। সূত্র : পিঙ্কভিলা

- Advertisement -

Related Articles

Latest Articles