10.6 C
Toronto
শনিবার, অক্টোবর ১৬, ২০২১

শাহরুখ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে : হিরো আলম

শাহরুখ খান ও হিরো আলম

শাহরুখের ছেলে আরিয়ানকে আটক করা হয়েছে মাদক মামলায়। বলিউড বাদশার পরিবারের এই ঘটনায় আঁচ লেগেছে গোটা উপমহাদেশে। বাংলাদেশেও শাহরুখ ভক্তরা ব্যাথিত। অনেকেই ফেসবুকে তাদের ব্যথার কথা প্রকাশ করেছে। বলিউড বাদশাহ শাহরুখ খানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন সোশ্যাল মিডিয়ার আলোচিত ব্যক্তি আশরাফুল আলম ওরফে হিরো আলম। তিনি বলেন, শাহরুখ খানের ছেলে আরিয়ানকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়ে থাকতে পারে। বৃহস্পতিবার দুপুরে ফেসবুক লাইভে এসে নিজে এ অভিমত দেন তিনি।

এই ইস্যুতে আলম বলেন,সন্তানের এমন অবস্থায় কোনো বাবা-মাই ভালো থাকতে পারেন না। শাহরুখের এখন দুঃসময় যাচ্ছে। আপনারা হয়তো নিজেরাও দেখছেন কি ঘটছে, বিভিন্ন খবর আসছে যেসব খবর কোনোটা সত্য, কোনোটা মিথ্যা। তবে যেটাই হোক আমি চাই দ্রুত এই বিপদ থেকে শাহরুখ খান উদ্ধার যেন পায়।

শাহরুখ খানের বিশাল ফ্যান উল্লেখ করে আলম বলেন, শাহরুখের বিরুদ্ধে এটা ষড়যন্ত্র হতে পারে, সত্যের জয় হবেই। আমি তার বিশাল ফ্যান আমার প্রিয় মানুষের এমন দিনে আমার মনটা ভালো নেই। আমার প্রত্যাশা অতি তাড়াতাড়ি এই বিপদ থেকে শাহরুখ খান মুক্ত হবেন।

- Advertisement - Visit the MDN site

Related Articles

- Advertisement - Visit the MDN site

Latest Articles