12.9 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

নীতা আম্বানীর এক ঢোক পানির দাম কয়েক লাখ টাকা

নীতা আম্বানীর এক ঢোক পানির দাম কয়েক লাখ টাকা - the Bengali Times I Bengali Newspaper in Canada
নীতা অম্বানী। ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম ধনী মুকেশ অম্বানীর স্ত্রী নীতা অম্বানী যে পানি পান করেন, তা বিশ্বের সবচেয়ে দামি পানি দাবি করা হয়। ৭৫০ মিলিলিটার পানির বোতলের দাম প্রায় ৬০ হাজার ডলার। যা ভারতীয় মুদ্রায় ৪৪ লক্ষ টাকারও বেশি। আর বাংলাদেশি সাড়ে ৫১ লাখ টাকা।

স্বাস্থ্যকে তরতাজা রাখতে যে পানি নীতা পান করেন তার নাম ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’। এটি বিশ্বের সবচেয়ে দামি পানির মধ্যে একটি। বোতলবন্দি ওই পানি আসে ফ্রান্স এবং ফিজি থেকে। দাবি করা হয়, এই পানি স্বর্ণভস্ম মিশ্রিত। ৫ গ্রাম স্বর্ণভস্ম থাকে এতে। যা মানবদেহের পক্ষে খুবই স্বাস্থ্যকর। সে জন্যই এই পানির দাম লক্ষ লক্ষ টাকা।

- Advertisement -

দাম বেশি হওয়ার আরও কারণ আছে। শুধু পানি নয়, বোতলের জন্যও এই পানির দাম এত বেশি। ২০১০-এ ‘অ্যাকোয়া ডি ক্রিস্টালো ট্রিবিউটো আ মদিগ্লিয়ানি’ গিনেস বুকে বিশ্বের সবচেয়ে দামি পানির বোতল হিসেবে খ্যাতি পেয়েছিল। বোতলের নকশা তৈরি করেছিলেন ফার্নান্দো আলতামিরানো। চামড়ার খাপে থাকে ২৪ ক্যারেট সোনা দিয়ে তৈরি এই বোতল। এই ব্র্যান্ডের সবচেয়ে সস্তা বোতলের দাম ২২ হাজার টাকা। সূত্র: আনন্দবাজার পত্রিকা।

- Advertisement -

Related Articles

Latest Articles