1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

জেলে বসে বিজ্ঞানের বই চেয়েছেন শাহরুখপুত্র

জেলে বসে বিজ্ঞানের বই চেয়েছেন শাহরুখপুত্র - the Bengali Times I Bengali Newspaper in Canada
আরিয়ান খান

মাদক মামলায় এখন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (এনসিবি) হেফাজতে আছেন বলিউড বাদশা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। আগামী ৭ অক্টোবর পর্যন্ত সেখানেই থাকতে হবে তাকে। এই দিনগুলোতে তিনি বই পড়তে চান। পছন্দ বিজ্ঞানবিষয়ক বই, তাই তিনি এনসিবি কর্মকর্তার কাছে বিজ্ঞানের বই চেয়েছেন। খবর আনন্দবাজারের।

মাদক মামলায় গ্রেপ্তার হওয়ার পর থেকে এনসিবি হেফাজতেই আছেন আরিয়ানসহ মোট ১৩ জন। আরিয়ানসহ ৯ জনকে ৭ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতেই থাকতে হবে। আর মঙ্গলবার অভিযান চালিয়ে যে চার জনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ১১ অক্টোবর পর্যন্ত এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

- Advertisement -

আনন্দবাজার জানিয়েছে, আরিয়ান বিজ্ঞানের বই চেয়েছিলেন। কয়েকটি বই তাকে দেওয়াও হয়েছে। তবে খাবারের ক্ষেত্রে তার পছন্দমতো কোনো খাবার দেওয়া হচ্ছে না। অন্য অভিযুক্তদের মতো সাধারণ খাবারই তাকে দেওয়া হচ্ছে। এনসিবি দপ্তরের পাশে ন্যাশনাল হিন্দু রেস্তরাঁ থেকে খাবার এনে তাকে খেতে দেওয়া হচ্ছে। আরিয়ানসহ অন্য অভিযুক্তদের কাছ থেকে যে ফোন উদ্ধার হয়েছিল সেগুলি ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

এদিকে মাদক কাণ্ডে আরিয়ান গ্রেপ্তারের পর থেকেই শাহরুখের পক্ষে বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা সমালোচনা হচ্ছে। কেউ তাকে আক্রমণ করছেন তো কেউ সমব্যাথী হয়ে সমর্থন জানাচ্ছেন। অনেকে তাকে শুভ কামনাও জানিয়েছেন। টুইটারে হয়েছে #উইস্ট্যান্ডউইদএসআরকে ট্রেন্ড।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যম নয়, কেউ কেউ সরাসরি বলিউড বাদশা’র বাসভবন ‘মান্নত’-এর সামনে হাজির হচ্ছেন। সাধারণত তার জন্মদিনে অগণিত ভক্তদের হাজির হতে দেখা যায় মান্নতের সামনে। এই চেনা ছবি প্রতি বছরই ধরা পড়ে, ব্যালকনিতে দাঁড়িয়ে হাত নেড়ে ভক্তদের শুভেচ্ছা গ্রহণ করছেন তিনি। কিন্তু এবার সম্পূর্ণ ভিন্ন প্রেক্ষাপট, তাই ভক্তরা মান্নতের সামনে হাজির হয়ে তাকে বার্তা দিচ্ছেন ‘আমরা তোমার পাশে আছি।’ বড় বড় প্ল্যাকার্ড হাতে মান্নতের সামনে মঙ্গলবার ভিড় জমিয়েছিলেন ভক্তরা। এর মধ্যে একটিতে লেখা ছিল, ‘নিজের খেয়াল রাখুন বাদশা। এই কঠিন সময়ে আমরা আপনার পাশে আছি।’

উল্লেখ্য, গত ২ অক্টোবর, শনিবার রাতে এক বিলাসবহুল প্রমোদতরিতে আয়োজিত মাদক পার্টিতে অভিযান চালায় এনসিবি। ওই পার্টি থেকে শাহরুখপুত্র আরিয়ানসহ আরও অনেককে আটক করা হয়। পরে প্রায় ১৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর আরিয়ান, অভিনেতা আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচাসহ বেশ কয়েকজনকে মাদক মামলায় গ্রেপ্তার দেখায়। এর আগে আরিয়ানের পক্ষে জামিন আবেদন করা হয়েছিল। আদালত আবেদন নামঞ্জুর করে ৭ অক্টোবর পর্যন্ত তাকে এনসিবি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

- Advertisement -

Related Articles

Latest Articles