7.3 C
Toronto
বুধবার, এপ্রিল ২৪, ২০২৪

গির্জায় যৌন নিপীড়নের শিকার ২ লাখের বেশি শিশু

গির্জায় যৌন নিপীড়নের শিকার ২ লাখের বেশি শিশু - the Bengali Times I Bengali Newspaper in Canada
ছবি : সংগ্রহ

ফ্রান্সের ক্যাথলিক গির্জায় পাদ্রি ও যাজকদের হাতে ৭০ বছরে ২ লাখ ১৬ হাজারের বেশি শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছেন। যাদের মধ্যে বেশিরভাগই ছেলে শিশু। মঙ্গলবার (৫ অক্টোবর) রোমান ক্যাথলিক চার্চে ১৯৫০ সাল থেকে যৌন নিপীড়নের ঘটনার এক নিরপেক্ষ তদন্ত কমিশনের প্রকাশিত প্রতিবেদনে এই প্রমাণ মিলেছে জানানো হয়েছে।

তদন্তের প্রধান বলেন, এ ঘটনায় কমপক্ষে ২ হাজার ৯০০ থেকে ৩ হাজার ২০০ যৌন নিপীড়ক রয়েছেন এবং চার্চগুলো ‘ভুক্তভোগীদের প্রতি নিষ্ঠুর উদাসীনতা’ দেখানোর জন্য অভিযুক্ত করা হয়েছে।

- Advertisement -

যৌন নিপীড়নের শিকার শিশুর সংখ্যা বেড়ে ৩ লাখ ৩০ হাজার পর্যন্ত পৌঁছাতে পারে বলে সতর্ক করা হয়েছে। যাদের বেশিরভাগরই বয়স ১০ থেকে ১৩ বছর।

প্রতিবেদন প্রকাশের পর ফ্রান্সের চার্চগুলো ক্ষমা চেয়েছে এবং এ ধরনের ঘটনাকে ‘লজ্জাজনক এবং ভীতিকর’ বলে উল্লেখ করেছে।

তদন্ত কমিশনের প্রধান জঁ-মার্ক সোভ বলেছেন, এ ধরনের ঘটনা অসহনীয়। তার চেয়েও ভয়ঙ্কর হচ্ছে আস্থা নিয়ে বিশ্বাসঘাতকতা, নৈতিকতা নিয়ে বিশ্বাসঘাতকতা, শিশুদের নিয়ে বিশ্বাসঘাতকতা।

তিনি জানিয়েছেন, চার্চ, আদালত ও পুলিশের দলিলপত্রের আর্কাইভে পাওয়া তথ্য এবং যৌন নির্যাতনের শিকারদের সাক্ষাৎকারের ওপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রায় আড়াই বছর এক লাখ ১৫ হাজারের বেশি পাদ্রি ও অন্যান্য গির্জা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত চালানো হয়।

ফরাসি ক্যাথলিক গির্জা কর্তৃপক্ষ ২০১৮ সালে তদন্তের আদেশ দিয়েছিল। আড়াই হাজার পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে ভূক্তভোগীদের মধ্যে ‘বিশাল সংখ্যক’ ছিল বিভিন্ন ধরনের সামাজিক প্রেক্ষাপটের প্রাক-কিশোর বয়সের ছেলে।

- Advertisement -

Related Articles

Latest Articles