7.3 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কলেজছাত্রী সুকন্যা

নিখোঁজ হওয়া নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন কলেজছাত্রী সুকন্যা

সন্ধান মিলেছে রাজধানীর সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে নিখোঁজ কলেজছাত্রী ইয়াশা মৃধা সুকন্যার। গতকাল মঙ্গলবার একটি বেসরকারি টেলিভিশনের মুখোমুখি হন তিনি। সেখানে বাড়ি না ফেরার জন্য মাকে দোষারোপ করে সুকন্যা বলেন, ‘আমি পরিবারে ফিরতে চাই না। আমার মা আমাকে নানা ধরনের নির্যাতন করেন। তিনি আমাকে বিক্রি করে দিতে চেয়েছিলেন।’

- Advertisement -

সুকন্যা বলেন, ‘বিয়ে করার জন্য আমাকে জোর করা হচ্ছিল। মা আমাকে সাড়ে ৩ লাখ টাকার বিনিময়ে বিক্রি করে দিতে চাচ্ছিলেন। রাতে আমি ভয়ে ঘুমাতে পারতাম না। আমাকে বালিশ চাপা দেওয়া হবে! নানার বাড়ি গেলে, তারাও আমাকে একই কথা বলতেন। বিয়েটা করে ফেল। সাড়ে ৩ লাখ টাকা পাবি। লাগলে আরও টাকা বাড়িয়ে দেবে।’

তিনি আরও বলেন, ‘মা জানতেন যে আমি ক্ষুধা সহ্য করতে পারি না। কিন্তু আমাকে দুদিন পর্যন্ত রুমে আটকে রাখেন। কিছু খেতে দেননি। ওয়াশরুমের পানি খেয়ে কোনো রকম নিজের জীবন বাঁচিয়েছি।’

এ ঘটনায় সুকন্যার মায়ের করা মামলায় তার বন্ধু ইশতিয়াক আহমেদ চিশতী এখন কারাগারে। এতে ক্ষোভ প্রকাশ করেন সুকন্যা। এ বিষয়ে তিনি বলেন, ‘আমার বন্ধু চিশতির কোনো দোষ নেই।’

এর আগে, গত শনিবার সুকন্যার সন্ধানে মা নাজমা ইসলাম সংবাদ সম্মেলন করেন। তিনি বলেন, ‘আমার মেয়ে নাকি আমার সম্পর্কে দুর্নাম করেছে। তাকে নাকি আমি মারধর করেছি। কথা না শুনা, পড়াশুনা না করাসহ নানা কারণে মা হিসেবে তো মারতেই পারি। কিন্তু সপ্তম শ্রেণির পর থেকে তার গায়ে কখনো হাত তুলিনি।’

এদিকে, কান্নাজড়িত কণ্ঠে লন্ডন প্রবাসী বাবা আকুতি জানায়, ‘সব ভুলে বাসায় ফিরে এসো মা (সুকন্যা)।’

প্রসঙ্গত, গত ২৩ জুন মায়ের সঙ্গে সিদ্ধেশ্বরী গার্লস কলেজে মডেল টেস্ট দিতে যান সুকন্যা। পরীক্ষা শেষে অন্য শিক্ষার্থীরা বেরিয়ে এলেও মেয়ের কোনো খোঁজ পাচ্ছিলেন না মা নাজমা ইসলাম। পরে কলেজ কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা দেয়নি সুকন্যা। নিজের কাছে থাকা মেয়ের মোবাইল দেখেন একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক আহমেদ চিশতীর সঙ্গে দেখা করার পূর্বপরিকল্পনা ছিল সুকন্যার। এর সূত্র ধরে পরদিন ইশতিয়াককে আটক করে পুলিশ। জিজ্ঞাসাবাদে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে রাজধানী গেন্ডারিয়ার বিভিন্ন এলাকায় সুকন্যাকে নিয়ে ঘোরাঘুরির কথা বললেও ২৩ জুন রাতে সুকন্যাকে বাসার উদ্দেশে রিকশায় তুলে দেওয়ার দাবি করেন ইশতিয়াক।

পুলিশের উদ্ধার করা সিসিটিভি ফুটেজে ২৩ জুন সন্ধ্যা ৭টা ৭ মিনিটে রাজধানী গেন্ডারিয়ায় সুকন্যাকে একই রিকশায় ইশতিয়াকের সঙ্গে দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক পরে রাত ৮টা ৫ মিনিটে দুইজনকে দেখা যায় আলাদা দুটি রিকশায়।

সূত্র : আমাদের সময়

- Advertisement -

Related Articles

Latest Articles