13 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

শাহরুখপুত্রের সঙ্গে আন্তর্জাতিক মাদকচক্রের যোগাযোগের সন্দেহ

শাহরুখপুত্রের সঙ্গে আন্তর্জাতিক মাদকচক্রের যোগাযোগের সন্দেহ - the Bengali Times
আরিয়ান খান

শাহরুখ খানের ছেলে আরিয়ান খানের মোবাইল ফোনে মাদকযোগের ‘প্রামাণ্য নথি’ পাওয়া গেছে বলে দাবি করেছে ভারতের মাদক নিয়ন্ত্রণ সংস্থা নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি)। পাশাপাশি তার সঙ্গে আন্তর্জাতিক মাদক চক্রের যোগাযোগ থাকতে পারে বলে সন্দেহও করছে সংস্থাটি।

যে কারণে আগামী ১১ অক্টোবর পর্যন্ত আরিয়ানকে নিজেদের হেফাজতে রাখার জন্য আদালতে আবেদন করেছে এনসিবি। যদিও ইতোমধ্যে সংস্থাটি জিজ্ঞাসাবাদ করতে আদালতের কাছ থেকে একদিনের জন্য আরিয়ানকে পেয়েছে। খবর আনন্দবাজারের

- Advertisement -

এর আগে শনিবার রাতে একটি বিলাশবহুল ক্রুজে পার্টি করার সময় আটক করা হয় শাহরুখপুত্রকে। এরপর প্রায় ১৬ ঘণ্টা জিজ্ঞাসাবাদ শেষে রোববার বিকেলে তাকে গ্রেপ্তার দেখায় এনসিবি।

পরে ওইদিনই আরিয়ানকে আদালতে হাজির করে সংস্থাটি। তখন নিজেদের কাছে আরিয়ানের দুইদিনের হেফাজত চায় এনসিবি। কিন্তু আদালত শুনানি নিয়ে জিজ্ঞাসাবাদের জন্য একদিনের হেফাজত মঞ্জুর করেন।

এদিকে আরিয়ানকে সোমবার বিচার বিভাগীয় হেফাজতে নিয়ে যাওয়ার পরেই তার হয়ে জামিনের আবেদন করেন আইনজীবী সতীশ মানশিণ্ডে। শাহরুখ তার ছেলের জন্য সতীশকে নিয়োগ করেছেন।

নারকোটিক ড্রাগস অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্সেস (এনডিপিএস) আইনের আওতায় গ্রেপ্তার দেখানো হয়েছে আরিয়ানসহ মুনমুন এবং আরবাজকে। আরিয়ানের গ্রেপ্তারি পরোয়ানায় লেখা রয়েছে, তার কাছ থেকে ১৩ গ্রাম কোকেন, ২১ গ্রাম চরস, ২২টি এমডিএমএ বড়ি এবং নগদ এক লাখ ৩৩ হাজার টাকা জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারের পর বলা হয়েছিল, একদিনের জন্য আরিয়ানকে এনসিবির হেফাজতে রাখা হবে। কিন্তু সোমবার সকালে জানা যায়, আদালতের কাছে শাহরুখপুত্রকে আরও কয়েকদিন হেফাজতে রাখার অনুমতি চাইছে এনসিবি। এর কারণ হিসেবে এনসিবি বলছে, মুম্বাইয়ে মাদকযোগের তদন্তে আরও কিছু তথ্যের জন্য আরিয়ানকে আরও কিছুদিন এনসিবির হেফাজতে রাখতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles