8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ও প্রত্যাহার চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে শুনানি হতে পারে।

- Advertisement -

সোমবার অ্যাডভোকেট আশিকুজ্জামান এ রিট দায়ের করেন।

রিট দায়েরের পর অ্যাডভোকেট আশিকুজ্জামান বলেন, ‘আজকে হাইকোর্টে রিট করেছি। জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রজ্ঞাপন স্থগিত ও প্রত্যাহার চেয়ে আমি রিট পিটিশনটি দায়ের করেছি।’

মঙ্গলবার রিটের ওপর শুনানি হতে পারে বলে জানান এই আইনজীবী।

শুক্রবার দিবাগত রাতে হঠাৎ করে সব ধরনের জ্বালানি তেলের দাম বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

প্রজ্ঞাপন অনুযায়ী ডিজেল ও কেরোসিনের দাম ৮০ থেকে বাড়িয়ে ১১৪ টাকা; অকটেন ৮৯ থেকে ১৩৫ আর পেট্রল ৮৬ থেকে ১৩০ টাকা করা হয়েছে।

ডিজেলসহ সব ধরনের দাম বৃদ্ধির ফলে জীবনযাত্রার ওপর বড় ধরনের চাপ তৈরি হয়েছে। মূল্যবৃদ্ধির ঘোষণার পরদিনই বাড়ানো হয়েছে বাসভাড়া। এছাড়া অন্যান্য নিত্যপণ্যের দামও বেড়েছে। এতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো পড়েছে বিপাকে।

সূত্র : ঢাকাটাইমস

- Advertisement -

Related Articles

Latest Articles