8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

ক্রোয়েশিয়ায় বাস উল্টে পোল্যান্ডের ১২ তীর্থযাত্রী নিহত

ক্রোয়েশিয়ায় বাস উল্টে পোল্যান্ডের ১২ তীর্থযাত্রী নিহত

ক্রোয়েশিয়ায় একটি তীর্থ যাত্রীবাহী বাস উল্টে পোল্যান্ডের ১২ নাগরিক প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন আরও ৪৩ জন। শনিবার (৬ আগস্ট) জাগরেবের উত্তর-পূর্বাঞ্চলের জারেক বিসাস্কি ও পোডভোরেকগামী সড়ক থেকে বাসটি ছিটকে পড়লে এ দুর্ঘটনা ঘটে।

- Advertisement -

পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, হতাহতরা বাসে চড়ে বসনিয়ার একটি ক্যাথলিক উপসানালয় মেদজুগোর্জে যাওয়ার পথে স্থানীয় সময় ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনা কবলিত বাসটির যাত্রীরা সবাই প্রাপ্ত বয়স্ক ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

তাৎক্ষণিকভাবে ক্রোয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাভোর বোজিনোভিচ বলেন, ঘটনাস্থলেই ১১ জন নিহত হয়েছেন, গুরুতর অবস্থায় একজনকে হাসপাতালে নেয়ার পর তিনি মারা যান।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, দুর্ঘটনাটি কীভাবে ঘটল- তা এখনও স্পষ্ট নয়। তবে কারণ অনুসন্ধানের জন্য ওয়ারসোর প্রসিকিউটর অফিসকে তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন পোল্যান্ডের বিচারমন্ত্রী ও প্রসিকিউটর জেনারেল।

ক্রোয়েশিয়ায় বাস উল্টে পোল্যান্ডের ১২ তীর্থযাত্রী নিহত

এদিকে খবর পাওয়া মাত্র ক্রোয়েশিয়ার উদ্দেশে রওনা হয়েছেন দুই পোলিশ মন্ত্রী।

এক টুইট বার্তায় হতাহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ক্রোয়েশিয়ার প্রধানমন্ত্রী আন্দ্রেজ প্লেনকোভিচ।

সূত্র: বিবিসি

- Advertisement -

Related Articles

Latest Articles