13 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

নতুন ভাড়া ও অগ্রিম টিকেট নিয়ে যা জানাল হানিফ-শ্যামলী

নতুন ভাড়া ও অগ্রিম টিকেট নিয়ে যা জানাল হানিফ-শ্যামলী

দেশে জ্বালানি তেলের দাম গতকাল শুক্রবার (৫ আগস্ট) রাত থেকে বৃদ্ধি করা হয়েছে। এতে পরিবহন খাতে সংকট দেখা দিয়েছে। শনিবার (৬ আগস্ট) সকালে সড়কে গণপরিবহনের উপস্থিতির অভাব চোখে পড়েছে।

- Advertisement -

এদিন সকাল থেকে দুরপাল্লার পরিবহনে ভাড়া নিয়েও যাত্রীদের মাঝে বেশ উদ্বেগ ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে গণমাধ্যমকে হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোহাম্মদ মোশাররফ জানান, ‘জ্বালানি তেলের দাম বৃদ্ধির খবরেও আমাদের সব পরিবহন নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট গন্তব্যর উদ্দেশ্যই ছেড়ে যাচ্ছে।

এখন পর্যন্ত আমরা যাত্রীদের কাছে পূর্বের নির্ধারিত ভাড়াতেই টিকেট বিক্রি করছি।’ ভাড়া বাড়ানোর প্রসঙ্গে কি ভাবছেন জানতে চাইলেন তিনি বলেন, ‘বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ)-এর সঙ্গে পরিবহন মালিকরা বসে সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত আমরা ভাড়া বাড়াচ্ছি না।’

তিনি আরও বলেন, ‘এমনিতেই এখন যাত্রী সংকট। ৪০ সিটের বাসে ২০ জন যাত্রী নিয়ে যেতে হয়। সেখানে ভাড়া বাড়ালে আরও যাত্রী সংকট দেখা দিবে। তাই আমরা এখন পর্যন্ত ভাড়া বাড়াইনি। মালিকপক্ষ থেকে সিদ্ধান্ত আসার পরে নতুন ভাড়া সম্পর্কে বলতে পারবো।’

শ্যামলী পরিবহনের ম্যানেজার রিপন মিয়া তিনি জানান, ‘যারা অগ্রিম টিকেট সংগ্রহ করে রেখেছেন তারা সেই টিকেট ও পূর্বের ভাড়াতেই ভ্রমণ করতে পারবেন। তবে আজকে যারা কাউন্টারে আসবেন টিকেট ক্রয়ের জন্য, তাদেরকে কিছু পরিমাণ ভাড়া বেশি গুনতে হবে।’

গন্তব্য অনুযায়ী সেটার পরিমাণ ৫০-১০০ টাকার মতো হতে পারে বলেও জানান তিনি।’

সূত্র: রিদ্মিক নিউজ

- Advertisement -

Related Articles

Latest Articles