21.9 C
Toronto
শনিবার, জুন ২২, ২০২৪

প্রয়াত কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্র, সঙ্গীত জগৎ আবারও স্বজনহারা

Nirmala Mishra : প্রয়াত কিংবদন্তী শিল্পী নির্মলা মিশ্র, সঙ্গীত জগৎ আবারও স্বজনহারা - the Bengali Times

হৃদরোগ আক্রান্ত হয়ে মারা গেছেন বাংলার কিংবদন্তি জনপ্রিয় সঙ্গীতশিল্পী নির্মলা মিশ্র (৮১)।

- Advertisement -

রোববার (৩১ জুলাই) দিনগত রাতে দক্ষিণ কলকাতার চেতলার বাড়িতে মৃত্যু হয় তার।

তার বয়স হয়েছিল ৮২ বছর।

রোববার (১ আগস্ট) সকালে ১০টা নাগাদ তার দেহ রবীন্দ্রসদনে শায়িত থাকবে। সেখানেই তাকে শেষশ্রদ্ধা জানানো হবে।

পরিবার সূত্রে জানানো হয়েছে, তিনি বাড়িতেই ছিলেন। বেশ কিছু দিন ধরে অসুস্থ ছিলেন। এর আগে, বেশ কয়েকবার তিনি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে তিনি হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা করাতে রাজি ছিলেন না। তাই বাড়িতে রেখেই তার চিকিৎসা করানোর ব্যবস্থা করা হয়।

সঙ্গীতশিল্পীর দীর্ঘদিনের চিকিৎসক কৌশিক চক্রবর্তী জানিয়েছেন, বহুদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। চিকিৎসার জন্য গত কয়েক বছরে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তিও হতে হয়েছিল। তিনবার হৃদরোগে আক্রান্তও হয়েছিলেন তিনি। কিন্তু শেষবার আর ফেরানো গেল না। রাতেই তার শ্বাসকষ্ট দেখা দেয়। এরপরই নিজ বাভবনেই মারা যান।

শিল্পীর জীবনাবসানের মধ্য দিয়ে বাংলা গানের এক অধ্যায়ের অবসান হলো। একের পর এক বিখ্যাত গান শ্রোতাদের মুগ্ধ করেছেন। তার বিখ্যাত গানগুলোর মধ্যে রয়েছে, এমন একটি ঝিনুক খুঁজে পেলাম না, ও তোতোপাখি, আমি তো তোমার চিরদিনের হাসি কান্নার সাথী। এই তালিকা শেষ হওয়ার নয়।

- Advertisement -

Related Articles

Latest Articles