13.5 C
Toronto
রবিবার, সেপ্টেম্বর 24, 2023

সরকারি অফিস ও গাড়িতে এসি বন্ধ রাখার দাবি

সরকারি অফিস ও গাড়িতে এসি বন্ধ রাখার দাবি

জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস ও গাড়িতে এসি বন্ধ রাখার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগ।

- Advertisement -

শুক্রবার (২৯ জুলাই) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে এ দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের মানুষ লোডশেডিংয়ের মধ্যে থাকবে আর সরকারি অফিস ও গাড়িতে এসি চলবে এটা হতে পারে না।

মন্ত্রিসভা ছোট করার দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, বর্তমান মন্ত্রিসভা প্রায় অর্ধশত। মন্ত্রীসহ অনেকেই গাড়ি ব্যবহার করেন। এতে প্রচুর জ্বালানি ব্যয় হয়। জ্বালানি ব্যয় কমাতে ১০ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন জরুরি। তাই, মন্ত্রিসভা ছোট করতে হবে।

এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম এ জলিল, মুক্তিযোদ্ধা কাজী আরেফ ফাউন্ডেশনের সভাপতি কাজী মাসুদ আহমেদ, ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এ ভাসানী, দৈনিক আজকের দর্পনের নির্বাহী সম্পাদক অ্যাডভোকেট আল আমিন রিজভী, বাংলাদেশ জাতীয় গণতান্ত্রিক লীগের সাধারণ সম্পাদক সমীর রঞ্জন দাস প্রমুখ।

- Advertisement -

Related Articles

Latest Articles