22 C
Toronto
বুধবার, আগস্ট ১০, ২০২২

প্রকাশ্যে ববির আবেদনময়ী ছবি, চলছে আলোচনা-সমালোচনা

- Advertisement -
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি : ফেসবুক থেকে নেওয়া।

বর্তমান সময়ের জনপ্রিয় চিত্রনায়িকাদের একজন ইয়ামিন হক ববি। ‘খোঁজ-দ্য সার্চ’ সিনেমার মাধ্যমে ২০১০ সালে ঢালিউডে পা রাখেন ববি। এরপর অভিনয় করেছেন কয়েক ডজন সিনেমায়। বর্তমানে এই নায়িকার হাতে আছে ‘ময়ূরাক্ষী’, ‘আলপিন’, ‘পাপ’ ও ‘এবার তোরা মানুষ হ’ সিনেমাগুলো।

অভিনয়ের বাইরে এই অভিনেত্রী সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ সরব। কাজের পাশাপাশি ব্যক্তিজীবনের নানা বিষয় শেয়ার করেন ভক্ত-দর্শকদের সঙ্গে। গত শুক্রবার মধ্যরাতে ববি তার ফেসবুক অ্যাকাউন্টে কিছু আবেদনময়ী ছবি শেয়ার করেন। ববির শেয়ার করা চারটি ছবি লাইক, কমেন্ট আর শেয়ার হতে থাকে ঝড়ের গতিতে। অন্যদিতকে, ছবিগুলো নিয়ে ফেসবুকজুড়ে চলছে আলোচনা-সমালোচনা। অনেকেই ছবিগুলোর প্রশংসা করলেও কেউ কেউ বিষয়টি নিয়ে সমালোচনাও করছেন।

সমালোচনা করে ডিবি আসিফ নামের একজন লিখেছেন, ‘আপনি চিলেন আমার প্রিয় একজন মানুষ আর এখন থেকে অপ্রিয় একজন মানুষ হলেন কারণ এ রকমটা আশা করি নাই এত অশ্নীল ছবি।’

পারভেজ আহমেদ অভি মন্তব্য করেছেন, ‘গরমে চলে গেছে শরম।’

মো. কাশেম লিখেছেন, ‘এটা উচিৎ না।’

ইমরান হোসেন লিখেছেন, ‘আহ! ফেসবুকে তো আগুন লেগে গেল!’- এমন অসংখ্য নেতিবাচক মন্তব্য পরেছে ছবিগুলো ঘিরে।

তবে ইতিবাচক কথাও কম হয়নি। বেশির ভাগ ভক্তই ববির ছবিগুলোর প্রশংসা করেছেন।

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles