1.5 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

৫১ বছর পর বই ফেরত দিয়ে লিখলেন, সামান্য দেরির জন্য দুঃখিত

৫১ বছর পর বই ফেরত দিয়ে লিখলেন, সামান্য দেরির জন্য দুঃখিত
গ্রন্থাগার থেকে বই ধার নেয়ার ৫১ বছর পর সেই বই ফেরত দিয়েছেন এক ব্যক্তি

গ্রন্থাগার থেকে বই ধার নেয়ার ৫১ বছর পর সেই বই ফেরত দিয়েছেন এক ব্যক্তি। সেই সাথে ছোট্ট একটি চিরকুটও দিয়েছেন তিনি। চিরকুটে লেখা রয়েছে- ৫১ বছর, সামান্য দেরির জন্য দুঃখিত।

ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাটি ঘটেছে কানাডার ব্রিটিশ কলম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে। সাউথ হিল পাবলিক লাইব্রেরি থেকে ‘দ্য টেলিস্কোপ’ নামক বই ধার নিয়েছিলেন এক ব্যক্তি। বইটির লেখক হ্যারি এডওয়ার্ড নেইল। সেই বই ইস্যু করা হয়েছিল ১৯৭১ সালের ২০ এপ্রিল।

- Advertisement -

৫১ বছর পর ডাকযোগে বইটি সাউথ হিল পাবলিক লাইব্রেরিতে ফেরত পাঠানো হয়েছে। ডাকযোগে বইটি ফেরত আসার পর চিরকুটের ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেছে পাঠাগার কর্তৃপক্ষ। এরপর সেই পোস্ট ও ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

অবশ্য বইটি কে নিয়েছিলেন, এত বছর পর কী মনে করে ফেরত দিলেন, সে ব্যাপারে কিছু জানা যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles