8.8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

অন্টারিওতে আরও ৩ জনের করোনার নতুন ধরণ শনাক্ত

অন্টারিওতে আরও ৩ জনের করোনার নতুন ধরণ শনাক্ত

যুক্তরাজ্যে নতুন ধরনের করোনাভাইরাসের সংক্রমণের পর কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশ যুক্তরাজ্যের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ করে দিয়েছে। করোনাভাইরাস নিয়ে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে। কানাডার বিভিন্ন শহরে বসবাসরত বাংলাদেশিরা নতুন ভাইরাসের সংক্রমণের খবরে নিজেদের আতঙ্কের কথা প্রকাশ করেন।এই আতঙ্কের মধ্যেই কানাডার বিভিন্ন প্রদেশে নতুন ভাইরাসে আক্রান্তের খবর পাওয়া যাচ্ছে। কানাডায় প্রথম দুইজেনের নতুন ধরনের করোনাভাইরাস শনাক্ত হয়।পরবর্তিতে আলবার্টায় যুক্তরাজ্য থেকে আগত এক ব্যক্তির শরীরে করোনাবাইরাসের নতুন ধরন শনাক্ত হয়েছে। সম্প্রতি অন্টারিওতে আরো তিন জনের শরীরে করোনার নতুন ধরণের সন্ধান পাওয়া গেছে। স্বাস্থ্য কর্মকর্তারা জানান, ওই তিন জনের ভ্রমণের ইতিহাস আছে বা ভ্রমণকারীদের সংস্পর্শে এসেছে। অন্টারিওর চিকিৎসা কর্মকর্তা ডাক্তার বারবারা বলেন, ওই তিনজনের দুইজন সম্প্রতি যুক্তরাজ্য থেকে ফিরেছেন।

- Advertisement -

উল্লেখ্য, ইতিমধ্যেই যুক্তরাজ্য থেকে সব ধরনের ফ্লাইট কানাডা আসার উপর নিষেধাজ্ঞা করেছে। অন্যদিকে কানাডার স্বাস্থ্যখাতের নিয়ন্ত্রক সংস্থা ফেডারেল পাবলিক হেলথ এজেন্সী এক বিবৃতিতে জানিয়েছে- যুক্তরাজ্যে চিহ্নিত হওয়া করোনা ভাইরাসের নতুন প্রকৃতি (ইউকে ভ্যারিয়েন্ট হিসেবে পরিচিত) ভ্যাকসিনের কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে না। এমনকি এটি মারাত্মক কোনো অসুস্থতাও সৃষ্টি করতে পারে না। দেশটির অন্টারিও প্রভিন্সে দুইজন নাগরিকের দেহে কোভিডের ইউকে ভ্যারিয়েন্ট ভাইরাস শনাক্ত হওয়ায় সংস্থাটি এই বিবৃতি দেয়। হেলথ কানাডার বিবৃতিতে বলা হয়, যুক্তরাজ্যে চিহ্নিত নতুন প্রকৃতির কোভিড (ইউকে ভ্যারিয়েন্ট) অধিকতর সংক্রমণ ঘটাতে সক্ষম- প্রাথমিক তথ্য উপাত্তে এই ধারনা পাওয়া গেলেও এটি যে গুরুতর অসুস্থতা তৈরি করে কিংবা মানবদেহের এন্টিবডির সক্ষমতা বা ভ্যাকসিনের কার্যকারিতায় কোনো ধরনের প্রভাব ফেলতে পারে- এখন পর্যন্ত তার কোনো প্রমাণ নেই। এটি নিশ্চিত হওয়ার জন্য আরো গবেষনা দরকার। কানাডাসহ বিশ্বের গবেষক, চিকিৎসক বিজ্ঞানীরা কোভিডের এই মিউটেশন সংক্রান্ত তথ্য পর্যালোচনা করছে।

- Advertisement -

Related Articles

Latest Articles