13 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সব নাগরিকের ভ্যাকসিন নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : জাস্টিন ট্রুডো

সব নাগরিকের ভ্যাকসিন নিশ্চিত করতে বদ্ধপরিকর সরকার : জাস্টিন ট্রুডো
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

কানাডায় আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচি শুরু হয় গত ১৪ ডিসেম্বর। ২১ জানুয়ারির মধ্যেই টরন্টো, পিল, ইয়র্ক, উইন্ডসর ও এসেক্স সিটিতে অবস্থিত দীর্ঘমেয়াদি সেবাশ্রমের সকলেই টিকা পাচ্ছেন বলে অন্টারিও সরকার জানিয়েছে। গত মঙ্গলবার থেকে এসব স্থানের দীর্ঘমেয়াদি সেবাশ্রমে ফাইজার-বায়োএনটেক ও মর্ডানার করোনা টিকা প্রদান শুরু করা হয়েছে। স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, হটস্পট বিবেচনায় নতুন বছরের প্রথম তিন সপ্তাহে সেখানকার সকল বাসিন্দা, কর্মচারি ও পরিচর্যাশীলদের তা দেয়া হচ্ছে। প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, জানুয়ারির মধ্যে কানাডায় এক মিলিয়ন ডোজ টিকা এসে পৌঁছাবে। প্রতিজনকে দুটি করে ৫ শত হাজার নাগরিককে জানুয়ারীর মধ্যেই টিকা দেয়া যাবে বলে তিনি উল্লেখ করেন। তিনি জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে দেশের প্রতিটি প্রাপ্ত বয়স্ক নাগরিকের জন্য করোনা ভাইরাসের টিকা নিশ্চিত করা হবে। সব নাগরিকের ভ্যাকসিন নিশ্চিত করতে বদ্ধ পরিকর সরকার।

ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার-বায়োএনটেকের সাথে চুক্তি অনুযায়ী ফাইজারের কাছ থেকে আরও ২০ মিলিয়ন ডোজ করোনার ভ্যাকসিন নেয়া হবে। ইতোমধ্যে ৩ হাজার ডোজ টিকার প্রয়োগ ঘটানো হয়েছে এবং আরও ১ হাজার ডোজ টিকা দীর্ঘমেয়াদী সেবাশ্রমে প্রদানের কথা, যা ৬ জানুয়ারি পর্যন্ত ২৬টি সেবাশ্রমে দেয়া হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles