13 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

মেট্রোলিঙ্কস এর যাত্রী সংখ্যা ১০ শতাংশের নিচে নেমে এসেছে

মেট্রোলিঙ্কস এর যাত্রী সংখ্যা ১০ শতাংশের নিচে নেমে এসেছে
ছবি মিডিয়া ইন কানাডার সৌজন্যে

কোভিড-১৯ এর সংক্রমণ বাড়ার পরিপ্রেক্ষিতে যাত্রী কমে যাওয়ায় কিছু কিছু সেবায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে অন্টারিওর গণপরিবহন ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত সংস্থা মেট্রোলিঙ্কস । গত ২৩ জানুয়ারি থেকে এ পরিবর্তন কার্যকর হয়েছে। অন্টারিওতে জরুরি অবস্থা জারির দুই দিন পর ১৪ জানুয়ারি স্টে-অ্যাট-হোম আদেশ দেওয়া হয়। এ কারণেই মেট্রোলিঙ্কস তাদের সেবায় পরিবর্তন আনার ঘোষণা দিয়েছে। ঘোষণা অনুযায়ী, কর্মদিবসগুলোতে সন্ধ্যায় ও ছুটির দিনে ব্যারি, স্টাউফভিল ও কিচেনার লাইন বরাবর ট্রেনের পরিবর্তে বাস চলাচল করবে। অফ পিক সময়ে আপ এক্সপ্রেসের সেবা কমিয়ে আনা হবে। সেবার সময় কমিয়ে আনার পাশাপাশি কম ব্যস্ত সময়ে প্রতি ঘণ্টায় ট্রেন ছাড়বে।

সোম থেকে শুক্রবার মধ্যাহ্ন ও সন্ধ্যায় আপ ট্রেন চলবে প্রতি ঘণ্টায়। সর্বশেষ ট্রেনটি ইউনিয়ন স্টেশন ছেড়ে যাবে রাত ১০টায় এবং পিয়ারসন স্টেশন ত্যাগ করবে ১০টা ২৭ মিনিটে। ছুটির দিনের সকালে ও সন্ধ্যায় ট্রেন ছাড়বে প্রতি ঘণ্টায়। প্রথম ট্রেনটি ছাড়বে সকাল ৬টায় এবং সর্বশেষ টেনটি ইউনিয়ন স্টেশন ত্যাগ করবে রাত ১০টায়। ১০টা ২৭ মিনিটে পিয়ারসন স্টেশন ছেড়ে যাবে সর্বশেষ ট্রেনটি।

- Advertisement -

মেট্রোলিঙ্কস এর মুখপাত্র অ্যান-মারি এইকিনস এ প্রসঙ্গে বলেন, যাত্রী সংখ্যা ১০ শতাংশের নিচে নেমে এসেছে এবং এটা অস্বাভাবিক কিছু নয়। তবে গ্রীষ্মে সংক্রমণ কমে এলে যাত্রী সংখ্যাও বাড়তে শুরু করবে এবং বাসগুলো ধারণক্ষমতার ৪০ শতাংশ যাত্রী পরিবহন করতে পারবে।

অত্যাবশ্যক কর্মীরা যাতে নির্বিঘেœ চলাচল করতে পারেন সেজন্য কিছু সেবা মেট্রোলিঙ্কসকে চালু রাখতে হচ্ছে বলে জানান এইকিনস। তিনি বলেন, তবে আমরা আমাদের সেবা একেবারে বন্ধ করছি না। কিছু সেবা আমরা ট্রেনের পরিবর্তে বাসের সাহায্যে সরবরাহ করছি, যাতে করে যাত্রীরা তাদের গন্তব্যে যেতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles