8 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

আবারও আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আবারও আশার কথা শোনালেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো
প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো

আবারও আশার কথা শোনালেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। গত শুক্রবার এক সংবাদ সম্মেলনে মার্চের মধ্যেই ৬০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহের প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, ভ্যাকসিন বিতরণের সাময়িক উত্থান-পতন আপনাদের হতাশ করতে পারে। তবে মনে রাখবেন, এটা কেবলই সাময়িক সময়ের জন্য।

কানাডায় ভ্যাকসিন সরবরাহকারী তিনটি কোম্পানির নির্বাহীদের সঙ্গেই সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলে জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, গত মাসে সরবরাহ কমানোর পরও চুক্তি অনুযায়ী মার্চের মধ্যে ৬০ লাখ ডোজ ভ্যাকসিন সরবরাহের নিশ্চয়তা দিয়েছে মডার্না ও ফাইজার। সুতরাং, কানাডিয়ানদের বলব, আমরা সঠিক পথেই আছি এবং বসন্তের মধ্যেই ২ কোটি ডোজ ভ্যাকসিন হাতে পাব।

- Advertisement -

চুক্তির শর্ত পরিপালনে ব্যর্থ হলে কোম্পানির বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের কোনো সুযোগ আছে কিনা জানতে চাইলে তার কোনো উত্তর দেননি প্রধানমন্ত্রী। এ ব্যাপারে কোনো ধরনের মন্তব্য করতে রাজি হননি ট্রেজারি বোর্ডের সভাপতি জঁ ইভস ডুক্লোও।

মডার্না ও ফাইজার উভয়েই তাদের ইরোপের প্ল্যান্টে উৎপাদন নিয়ে সমস্যার মধ্যে রয়েছে। এ কারণে যুক্তরাষ্ট্রের বাইরের বাজারে তাদের ভ্যাকসিনের সরবরাহ অস্বাভাবিক হ্রাস পেয়েছে। কানাডায় মডার্নার ভ্যাকসিন সরবরাহ এ মাসে কমবে। তবে ঠিক কী পরিমান কমবে সে সম্পর্কে এখন পর্যন্ত নিশ্চিত নয় কেউ। যদিও যুক্তরাষ্ট্রে গত সপ্তাহে ভ্যাকসিন সরবরাহ ৩৫ শতাংশ বাড়িয়েছে কোম্পানিটি। মডার্নার ভ্যাকসিন উন্নয়নে অর্থায়ন করেছে মার্কিন সরকার।

জনপ্রতি ভ্যাকসিন প্রদানের বৈশি^ক ক্রমতালিকায় কানাডার অবস্থান এখন ৩৩তম। এ অবস্থায় প্রধানমন্ত্রী অ্যাস্ট্রাজেনেকার প্রধান নির্বাহী কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং হেলথ কানাডার সবুজ সংকেত পাওয়ামাত্রই তারা ভ্যাকসিন সরবরাহে রাজি হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles