8 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

‘আমার ভালোবাসার টুকরো এখন দেবদূতদের সঙ্গে উড়ছে’

‘আমার ভালোবাসার টুকরো এখন দেবদূতদের সঙ্গে উড়ছে’ - the Bengali Times
মেয়ের সঙ্গে অ্যাঞ্জেল গার্জা ছবি বিবিসি

যুক্তরাষ্ট্রের টেক্সাসের দক্ষিণে উভালডে এলাকায় রব এলিমেন্টারি স্কুলে বন্দুক হামলার ঘটনায় নিহত শিশুদের পরিবারের সদস্যরা নিজেদের মর্মযন্ত্রণার খবর শেয়ার করছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে। অ্যাঞ্জেল গার্জাও তেমনই একজন।

গার্জা বলেন, তার ১০ বছর বয়সি কন্যা আমেরিয়ে জো গার্জা রয়েছে নিহতদের মধ্যে। খবর বিবিসির।

- Advertisement -

মেয়ের সঙ্গে একটি ছবি শেয়ার করে তিনি লিখেছেন, ‘আমার ছোট্ট ভালোবাসা’।

তিনি লেখেন, আশীর্বাদ এবং আমার মেয়েকে খুঁজে বের করার ক্ষেত্রে সহযোগিতা করার জন্য সবাইকে ধন্যবাদ। তাকে খুঁজে পাওয়া গেছে। আমার ছোট্ট ভালোবাসার টুকরো এখন দেবদূতদের সঙ্গে উঁচুতে উড়ছে।

‘অনুগ্রক করে এক সেকেন্ডও সময় নেবেন না। পরিবারকে আলিঙ্গন করুন। তাদের বলুন আপনি তাদের ভালোবাসেন। আমি তোমাকে ভালোবাসি আমেরিয়ে জো। আমার পক্ষ হয়ে তোমার শিশু ভাইয়ের খেয়াল রেখো’, যোগ করেন গার্জা।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে ওই বিদ্যালয়ে এক বন্দুকধারীর গুলিতে ১৯ শিক্ষার্থীসহ ২১ জন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন বন্দুকধারীও নিহত হয়েছেন বলে জানা গেছে।

রাজ্যের গভর্নর গ্রেগ অ্যাবোট গণমাধ্যমকে বলেছেন, সন্দেহভাজন ১৮ বছর বয়সী সালভাদর রামোস পুলিশের গুলিতে নিহত হয়ে থাকতে পারেন।

- Advertisement -

Related Articles

Latest Articles