6.1 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কঠোর ভ্রমণ বিধিনিষেধ : কানাডায় প্রবেশকারী লক্ষ্যণীয় হারে কমেছে

কঠোর ভ্রমণ বিধিনিষেধ : কানাডায় প্রবেশকারী লক্ষ্যণীয় হারে কমেছে
কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সিছবিসিএফ কমব্যাট

সংক্রমণ রোধের অংশ হিসেবে কানাডায় অনাবশ্যক ভ্রমণ কমিয়ে আনতে আকাশপথে কানাডায় প্রবেশকারীদের জন্য ২২ ফেব্রুয়ারি থেকে কঠোর ভ্রমণ বিধিনিষেধ আরোপ করে ফেডারেল সরকার। অর্থাৎ আকাশপথে কানাডায় প্রবেশাকারীদের ব্যক্তিগত খরচে তিনদিন হোটেল কোয়ারেন্টিন করার বাধ্যবাধকতা আরোপ করা হয়।

সিবিএসএর উপাত্ত অনুযায়ী, এ বিধিনিষেধ আরোপের সপ্তাহ থেকে কানাডায় প্রবেশকারী লক্ষ্যণীয় হারে অর্থাৎ ৫৪ দশমিক ৭ শতাংশ কমে গেছে। কঠোর বিধিনিষেধ আরোপের এক মাসে আকাশপথে ১ লাখ ১৪ হাজার ১৩৯ জন এবং স্থলপথে ৫ লাখ ১ হাজার ৩২২ জন কানাডায় প্রবেশ করেন। এ তথ্য জানিয়েছে কানাডিয়ান বর্ডার সার্ভিসেস এজেন্সি (সিবিএসও)।

- Advertisement -

সিবিএসএর সাপ্তাহিক পরিসংখ্যান বিশ্লেষণে দেখা গেছে, ২২ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত মাত্র ৬৫ হাজার ২৫৩ জন আকাশপথে কানাডায় প্রবেশ করেছেন। তবে স্থল সীমান্ত দিয়ে যাতায়াত বেশ খানিকটা বেড়েছে। একই সময়ে কানাডা-যুক্তরাষ্ট্র সীমান্ত দিয়ে যাতায়াত ৮ দশমিক ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সিবিএসএর উপাত্ত অনুযায়ী, ২২ ফেব্রুয়ারি থেকে ১৪ মার্চ পর্যন্ত স্থল সীমান্ত দিয়ে সাকল্যে ৫ লাখ ৪৬ হাজার ৮৩ জন কানাডায় প্রবেশ করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles