11.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

কলকাতা চলচ্চিত্র উৎসবে বারবার অপমানিত হয়েছি: মিমি

কলকাতা চলচ্চিত্র উৎসবে বারবার অপমানিত হয়েছি: মিমি - the Bengali Times
মিমি চক্রবর্তী

কলকাতা চলচ্চিত্র উৎসবে ‘ঠিক করে’ আমন্ত্রণ জানানো হল না টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও সাংসদ মিমি চক্রবর্তীকে। এ বিষয়ে জানতে চাইলে মিমি বলেন, “আমার লেটার বক্সে কার্ড এসেছিল। ওই পর্যন্তই শেষ। আয়োজকদের পক্ষ থেকে না কোনও ফোন, না কোনও এসএমএসও এসেছে! আমি কোথায় কখন যাব, তা-ও জানি না।”

শাসকদলের হয়ে বহু অনুষ্ঠানেই তাকে বিভিন্ন জায়গায় ছুটে যেতে হয়। কিন্তু খোদ কলকাতার চলচ্চিত্র উৎসবে এমন ‘দায়সারা’ নিমন্ত্রণ তাকে অবাক করেছে।

- Advertisement -

তবে এই ঘটনা প্রথম নয়। মিমির দাবি, ২০১৯ সালের চলচ্চিত্র উৎসবের মঞ্চে তার নাম পর্যন্ত সঠিকভাবে বলা হয়নি।
মিমি বললেন, “আমি উপস্থিত। সঞ্চালকেরা সকলের নাম উচ্চারণ করলেন। অতিথি হিসেবে সম্ভাষণ করলেন। সেখানে আমার নাম নেই। ইন্ডাস্ট্রির সকলের নাম ডাকার পরে সব শেষে শুধু বলা হয়েছিল, ‘মিমিও আছে আমাদের সঙ্গে’।”

কাকতালীয়ভাবে ২০১৯ সালের চলচ্চিত্র উৎসবেও চেয়ারম্যান ছিলেন রাজ চক্রবর্তী।

প্রত্যেকবার চলচ্চিত্র উৎসব ঘিরে তার প্রতি এই আচরণে ক্ষোভ প্রকাশ করে প্রশ্ন তুললেন সাংসদ মিমি, “দিদি তো এই দায়িত্বটা কিছু মানুষকে দিয়েছেন। ওঁর পক্ষে তো সব কিছু দেখা সম্ভব না…।”

এবারের চলচ্চিত্র উৎসবের ‘উৎসব কমিটি’র চেয়ারম্যান পদে রয়েছেন সেই রাজ-ই। তবে কি তাকেই নিশানা করলেন মিমি?

- Advertisement -

Related Articles

Latest Articles