5.8 C
Toronto
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সস্ত্রীক করোনার টিকা নিলেন জাস্টিন ট্রুডো

সস্ত্রীক করোনার টিকা নিলেন জাস্টিন ট্রুডো
জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগরি ছবি রয়টার্সের সৌজন্যে

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তাঁর স্ত্রী সোফি গ্রেগরি ট্রুডো করোনার টিকা নিয়েছেন। অটোয়ার একটি ফার্মেসিতে শুক্রবার অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি কোভিড-১৯-এর টিকার প্রথম ডোজ নেন ট্রুডো দম্পতি।

টিকা নেওয়ার পর ট্রুডো বলেন, ‘করোনার টিকা নিতে পেরে আমি খুবই উৎফুল্ল।’ এ সময় তিনি ক্যামেরার সামনে ‘থাম্বস আপ’ চিহ্ন দেখান। পরে টিকা নেওয়ার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করেন জাস্টিন ট্রুডো।এসব ছবিতে টিকা নেওয়ার সময় ট্রুডোর পাশে তার স্ত্রী সোফিকে হাত ধরে থাকতে দেখা যায়। কানাডার প্রধানমন্ত্রীর আগে শুক্রবার সকালে টিকা নেন দেশটির স্বাস্থ্যমন্ত্রী প্যাটি হ্যাজদু।

- Advertisement -

কানাডায় প্রথম করোনা হানা দিয়েছিলো প্রধানমন্ত্রী ট্রুডোর ঘরেই। গত বছর লন্ডন থেকে ফিরেই সোফি গ্রেগোয়ার করোনায় আক্রান্ত হন। দীর্ঘ এক বছরেরও বেশি সময় হলেও তিনি ভ্যাকসিন নেননি। জাস্টিন মিডিয়াকে জানিয়েছেন, যখন তার পালা আসবে, তখনই নিয়ম মোতাবেক ভ্যাকসিন নেবেন।

পশ্চিমের অন্যান্য দেশের মতো টিকা সংকটে রয়েছে কানাডাও। নিজস্ব টিকা না থাকায় ভ্যাকসিন আমদানির ওপর নির্ভর করছে দেশটি। ইউরোপীয় ইউনিয়ন টিকা রফতানি স্থগিত করার পর হোঁচট খায় দেশটির ভ্যাকসিন কার্যক্রম।

- Advertisement -

Related Articles

Latest Articles