14.4 C
Toronto
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

কানাডায় শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন

কানাডায় শিশুদের জন্য করোনা টিকা অনুমোদন
ছবি বিবিসির সৌজন্যে

কানাডায় ১২ থেকে ১৫ বছর বয়সের কিশোরদের ব্যবহারের জন্য ফাইজারের ভ্যাকসিনকে অনুমোদন দেওয়া হয়েছে। গত ফেডারেল স্বাস্থ্য মন্ত্রক এই কথা জানিয়েছে। মার্কিন ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন একই ধরণের পদক্ষেপ নেবে বলে আশা প্রকাশ করেছে মার্কিন স্বাস্থ্য কর্মকর্তারা।

কানাডার ফেডারাল স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিনিয়র উপদেষ্টা সুপ্রিয়া শর্মা বলেছেন, জার্মান সংস্থা বায়োএনটেকের সঙ্গে মিলিত হয়ে ফাইজারের ভ্যাকসিনটি উৎপাদিত হয়েছে। যা অল্প বয়সীদের ক্ষেত্রে নিরাপদ ও কার্যকর। আমার অবশেষে আশার আলো দেখতে পাচ্ছি। শিশুদের করোনার সংক্রমণ থেকে সুরক্ষা দিতে কানাডায় এটিই প্রথম টিকা। মহামারির বিরুদ্ধে লড়াইয়ে কানাডার জন্য এটি একটি উল্লেখযোগ্য মাইলফলক।

- Advertisement -

পৃথকভাবে কানাডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, অস্ট্রাজেনেকা পিএলসির কোভিড ভ্যাকসিন গ্রহণের পরে রক্ত জমাট বেঁধে কানাডায় তৃতীয় মৃত্যুর খবর সামনে এসেছে। মৃত ওই ব্যাক্তির বয়স ৬০ এর উপরে। তিনি আটলান্টিক প্রদেশ নিউ ব্রান্সউইক শহরে থাকতেন।নিউ ব্রান্সউইকের প্রধান মেডিকেল অফিসার জেনিফার রাসেল বলেছেন, ওই প্রদেশটি অ্যাস্ট্রাজেনেকা ভ্যাকসিনের ব্যবহার চলছে। মঙ্গলবার রক্ত জমাট বাঁধার কারণে মৃত্যুর খবর পাওয়া গেছে এবং ২৭ এপ্রিল কুইবেক প্রদেশে একজনের মৃত্যু হয়েছিল।

- Advertisement -

Related Articles

Latest Articles