14.3 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

করোনার নতুন ধরন ‘এক্সই’ নিয়ে বিশেষজ্ঞের সতর্কতা

করোনার নতুন ধরন ‘এক্সই’ নিয়ে বিশেষজ্ঞের সতর্কতা - the Bengali Times

বিশ্বজুড়ে দ্রুত ছড়ানো অতিসংক্রামক ওমিক্রনের চেয়ে দশ গুণ শক্তিশালী করোনার নতুন ধরন ‘এক্সই’ঠেকাতে এখনই সতর্ক হওয়ার তাগিদ দিচ্ছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

- Advertisement -

ওমিক্রনের বিএ.২ উপপ্রজাতির তুলনায় ‘এক্সই’১০ শতাংশ বেশি সংক্রামক জানিয়ে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘প্রকাশিত গবেষণা থেকে জানতে পেরেছি, ওমিক্রন রূপের বিএ.১ এবং বিএ.২ উপপ্রজাতির সংমিশ্রণ বা রিকম্বিন্যান্ট মিউটেশনের ফলেই এক্সই ধরনটি সৃষ্টি হয়েছে।’

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শহীদ ডা. মিল্টন হলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের স্ট্যান্ডিং কমিটির ২৭১তম সভায় তিনি এসব কথা বলেন।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সম্প্রতি ভারতে প্রথমবারের মতো শনাক্ত হয়েছে করোনার নতুন এই ধরন। মুম্বাইয়ের একজনের শরীরে নতুন ধরনটি উপস্থিতি শনাক্ত হওয়ার খবর পাওয়া গেছে।’

করোনার নতুন ধরন ‘এক্সই’ নিয়ে বিশেষজ্ঞের সতর্কতা - the Bengali Times

মহামারি পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাওয়া চীনের বাণিজ্যিক নগরী সাংহাইয়ের প্রসঙ্গ টেনে বিএসএমএমইউ উপাচার্য বলেন, ‘ক্রমেই অবনতির দিকে যাচ্ছে সাংহাইয়ের করোনা পরিস্থিতি। লকডাউন দিয়েও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। তাইওয়ানের অবস্থাও তেমন ভাল না। তাই আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।’

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় পরিষদের সভাপতি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা অংশ নেন।

অন্যদের মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শহীদুল রশীদ ভূঁইয়া, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শিরীন আখতার, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক, শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফরিদ উদ্দিন আহমেদ, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সৌমিত্র শেখর প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles