8.2 C
Toronto
বুধবার, মে ১৮, ২০২২

ক্যামেরা দেখেই মুখ ঢেকে ফেললেন শাহরুখের মেয়ে

- Advertisement -
ক্যামেরা দেখেই মুখ ঢেকে ফেললেন শাহরুখের মেয়ে - The Bengali Times
সুহানা খান

শাহরুখ খানের দ্বিতীয় সন্তান সুহানাকে নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। নিউ ইয়র্কে পড়াশোনার পাট চুকিয়ে সুহানা এখন মুম্বাইয়ে। সম্প্রতি আইপিএলের নিলামে কেকেআরের প্রতিনিধি হয়ে অংশ নেন সুহানা। সঙ্গে হাজির ছিল সুহানার বড় ভাই আরিয়ানও।

বলিউডের জনপ্রিয় ডিজাইনার মনীশ মালহোত্রার একাধিক ফটোশুটে অংশ নিয়ে নজর কেড়েছেন সুহানা।
এবার অন্য কারণে খবরের শিরোনাম হয়েছেন সুহানা। সম্প্রতি গাড়ির মধ্যে তাকে ক্যামেরাবন্দি করেছেন পাপারাৎসিরা। সে সময় সুহানার পাশে এক যুবককেও দেখা গেছে। পাপারাৎসির দল ছবি তোলা শুরু করতেই দুজন হাত দিয়ে মুখ আড়াল করার চেষ্টা করেন। এতে সেই যুবককে নিয়ে নানা গুঞ্জন সামনে আসছে। কেউ কেউ বলছেন, সেই যুবক সুহানার প্রেমিকও হতে পারে।

- Advertisement -

লন্ডন ও নিউ ইয়র্কে পড়াশোনা করেছেন সুহানা। সে সময় মঞ্চে অভিনয়ও করেছেন শাহরুখকন্যা। খুব শিগগিরই হয়তো বলিউডে অভিষেক হতে পারে তার। জোয়া আখতারের পরের ছবিতে সুহানাকে দেখা যেতে পারে এমন গুঞ্জন রয়েছে।

 

- Advertisement -

Related Articles

- Advertisement -

Latest Articles