18.7 C
Toronto
শনিবার, জুলাই ১৩, ২০২৪

ভালোবেসে বিকেলে বিয়ে, রাতে আত্মহত্যা নবদম্পতির

ভালোবেসে বিকেলে বিয়ে, রাতে আত্মহত্যা নবদম্পতির - the Bengali Times

বগুড়ার শিবগঞ্জে ভালোবেসে বিয়ে করার পর পরিবার মেনে না নেওয়ায় বিয়ের কয়েক ঘণ্টার মধ্যেই স্বামী-স্ত্রী দুজনেই আত্মহত্যা করেছেন। সোমবার (২১ মার্চ) রাতে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের দামগারা কারিগর পাড়া ও মাসিমপুর চালুঞ্জা তালুকদার পাড়ায় আত্মহত্যার ঘটনা ঘটে। সবুজ (২১) দামগারা কারিগর পাড়া গ্রামের মৃত জলিলের ছেলে এবং তার স্ত্রী মার্জিয়া জান্নাত (১৮) মাসিমপুর চালুঞ্জা তালুকদারপাড়া গ্রামের রাজ্জাকের মেয়ে।

- Advertisement -

স্থানীয় সূত্রে জানা গেছে, সবুজ পেশায় একজন শ্রমিক। সেদিক থেকে নামুজা ডিগ্রি কলেজের এইচএসসি শিক্ষার্থী মার্জিয়া জান্নাতের পরিবারের অবস্থা ভালো ছিল। এক বছর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে সোমবার বিকেলে দু’জনে গোপনে বিয়ে করে। বিয়ের পর সবুজ তার স্ত্রী মার্জিয়া আক্তারকে বাড়িতে নিয়ে যায়। মেয়ের পরিবার বিষয়টি জানতে পেরে সন্ধ্যায় ছেলের বাড়ি থেকে জোরপূর্বক তাদের মেয়েকে নিয়ে যায়। রাত ১০টার দিকে স্বামী- স্ত্রীর মধ্যে মোবাইল ফোনে ঝগড়া বিবাদ হয়। এর কিছুক্ষণ পর উভয়ে নিজ নিজ বাড়িতে গলা দড়ি দিয়ে ফাঁস নেন। রাত ১২টার দিকে পরিবারের লোকজন বিষয়টি বুঝতে পেরে উদ্ধার করলেও ততক্ষণে মারা যান দুজনেই।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) দীপক কুমার দাস বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই দু‘জনের লাশ উদ্ধার করেছে। কেউ অভিযোগ দিলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র : নতুন সময়

- Advertisement -

Related Articles

Latest Articles