16.1 C
Toronto
বৃহস্পতিবার, জুলাই ২৫, ২০২৪

মৃত্যু হতে পারে জেনেও ঝুঁকি নিচ্ছেন পুজা চেরি

Puja Chery : মৃত্যু হতে পারে জেনেও ঝুঁকি নিচ্ছেন পুজা চেরি - the Bengali Times

বর্তমান সময়ের ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকাদের একজন পূজা চেরি। ‘মাসুদ রানা’ ছবিতে একজন জিমন্যাস্টের ভূমিকায় অভিনয় করছেন পূজা। সোহানা নামের চরিত্রটি ফুটিয়ে তুলতে যথাসাধ্য চেষ্টা করে যাচ্ছেন তিনি। শিখছেন জিমন্যাস্টিকের কষ্টসাধ্য শারীরিক বিদ্যা। এটি শিখতে গিয়ে কঠিন ঝুঁকি নিচ্ছেন পূজা।

- Advertisement -

ঢাকাই ছবির এ নায়িকা গণমাধ্যমকে বলেন, ‘অনেক কষ্টের খেলা জিমন্যাস্টিকস। বেশ সাবধানে খেলতে হয়। একটু এদিক সেদিক হলেই ছিঁড়ে যেতে পারে হাত-পায়ের রগ। হতে পারে মৃত্যুও। শরীর ফ্লেক্সিবল না হলে এই খেলা সম্ভব নয়। সবচেয়ে বড় কথা, সারা বছরই অনুশীলনের মধ্যে থাকতে হয়’।

জানা গেছে, সাভারে বিকেএসপিতে জিমন্যাস্টিকে প্রশিক্ষণ নিচ্ছেন পূজা। সেখানেই হচ্ছে সিনেমার শুটিং। কয়েকজন জিমন্যাস্টিক প্রশিক্ষকের তত্ত্বাবধানে ও সহযোগিতায় শুটিং করে যাচ্ছেন তিনি। সেখানে গত ৩ মার্চ দিনভর চলে তার খেলার দৃশ্যধারণ। এ দিন পূজার ‘ফ্রন্ট টার্ন স্প্লিট’ ও ‘ব্যাক সামারসল্ট ব্যাক টার্ন’ এর দৃশ্য ধারণ করা হয়।

কাজী আনোয়ার হোসেনের কালজয়ী ‘মাসুদ রানা’ সিরিজ থেকে অনুপ্রাণিত হয়ে ছবির চিত্রনাট্য লিখেছেন আবদুল আজিজ। এতে নাম ভূমিকায় অভিনয় করছেন নবাগত রাসেল রানা। ছবির শুটিং এখন শেষ পর্যায়ে বলে জানা গেছে। আগামী ডিসেম্বরে ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে।

সূত্র : নতুন সময়

- Advertisement -

Related Articles

Latest Articles