8.1 C
Toronto
বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪

বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান স্মরণে ‘শুভ সকাল’ এর বিশেষ পর্বটি পুন:প্রচার করবে এনআরবি টিভি

বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান স্মরণে ‘শুভ সকাল’ এর বিশেষ পর্বটি পুন:প্রচার করবে এনআরবি টিভি - the Bengali Times
বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান এনআরবি স্টুডিওতে
বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান আর নেই। টরন্টো সময় ১৪ মার্চ সকাল ৯টায় স্থানীয় একটি হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর। তিনি দীর্ঘদিন ধরেই ফুসফুসের নানা সমস্যায় ভুগছিলেন। ছুটির ঘণ্টা, অশিক্ষিত, মাটির ঘর, জনতা এক্সপ্রেস, সাম্পানওয়ালা’সহ অসংখ্য ব্যবসা সফল চলচ্চিত্র নির্মাণ করেন তিনি। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি।
২০১৮ সালে কানাডার প্রথম ২৪ ঘন্টার বাংলা টেলিভিশন চ্যানেল এনআরবি টিভির শুভ সকালের একটি বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। এনআরবি শুভ সকালের নিয়মিত উপস্থাপিকা অজন্তা চৌধুরীর সাথে কথোপকথনে অত্যন্ত গুণী এই পরিচালক তাঁর নির্মিত বিভিন্ন চলচ্চিত্রের পেছনের গল্প বলেন। তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আগামী ২০ মার্চ রবিবার রাত সাড়ে ৮টায় এনআরবি শুভসকালের বিশেষ পর্বটি পুন:প্রচার করা হবে।
চোখ রাখুন এনআরবি টিভির পর্দায়…প্রবাসে বাংলার মুখ…
বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান স্মরণে ‘শুভ সকাল’ এর বিশেষ পর্বটি পুন:প্রচার করবে এনআরবি টিভি - the Bengali Times
<br >বরেণ্য চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান ও সঞ্চালক অজন্তা চৌধুরী

- Advertisement -

Related Articles

Latest Articles