1.8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বিধিনিষেধ বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত

বিধিনিষেধ বাড়ল ২১ ফেব্রুয়ারি পর্যন্ত - the Bengali Times

করোনা পরিস্থিতিতে চলমান বিধিনিষেধের সময়সীমা আগামী ২১ ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।

- Advertisement -

বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, করোনাভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের প্রাদুর্ভাব ও বাংলাদেশে এ রোগের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের স্মারকে জারি করা সকল বিধিনিষেধ ও নির্দেশনার সঙ্গে নিচের শর্তগুলো সংশোধনপূর্বক সার্বিক কার্যাবলি ও চলাচলে বিধিনিষেধ আরোপ করা হলো।

(ক) উন্মুক্ত স্থান ও ভবনের অভ্যন্তরে সামাজিক বা রাজনৈতিক, ধর্মীয় বা রাষ্ট্রীয় অনুষ্ঠানে ১০০ জনের বেশি সমাবেশ করা যাবে না। এসব ক্ষেত্রে যারা যোগদান করবেন তাদের অবশ্যই করোনার টিকা সনদ বা ২৪ ঘণ্টার মধ্যে করা করোনা পরীক্ষার পিসিআর সার্টিফিকেট আনতে হবে।

(খ) সকল স্কুল-কলেজ এবং সমপর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেণি কক্ষে পাঠদান বন্ধ থাকবে।

এই বিধিনিষেধ আগামী ৭ ফেব্রুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত বলবৎ থাকবে বলে প্রজ্ঞাপনে বলা হয়েছে।

সূত্র : বাংলা ট্রিবিউন

- Advertisement -

Related Articles

Latest Articles