8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

লুঙ্গির পর এবার গুরু-শিষ্য পরম্পরা নিয়ে তসলিমার ক্ষোভ

লুঙ্গির পর এবার গুরু-শিষ্য পরম্পরা নিয়ে তসলিমার ক্ষোভ - the Bengali Times
তসলিমা নাসরিন

লুঙ্গিকে ‘অশ্লীল পোশাক’ বলায় সোশ্যাল মিডিয়ায় তৈরি হওয়া সমালোচনা ও বিতর্কের ঝড় থামতে না থামতেই এবার বাংলার গুরু-শিষ্য পরম্পরা নিয়েও তীব্র ক্ষোভ ঝাড়লেন তসলিমা নাসরিন। সোমবার বেলে পৌনে ৩টার দিকে ফেসবুকে এক পোস্টের মাধ্যমে বাংলার গুরু-শিষ্য পরম্পরার কড়া সমালোচনা করে নতুন বিতর্ক উস্কে দিলেন তিনি। ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন বলেন…

“বাংলায় গুরুশিষ্যের পরম্পরা। গুরু যতই অন্যায়-অনাচার করুক, শিষ্যরা মুখ বুজে মেনে নেয়। তারা মৃত্যুকে বরণ করে নেবে, কিন্তু গুরুর দোষ ধরিয়ে দেবে না। গুরু কোনও দোষ করতে পারে না, গুরুর সব ভালো, গুরুই ভগবান। এভাবেই শিষ্যদের মগজধোলাই হয়। এ কারণেই পীর আর বাবার ছড়াছড়ি বাংলায়। শিষ্যরা ঠকে সর্বস্বান্ত হয়ে যায়, তারপরও টনক নড়ে না।

- Advertisement -

শুধু ধর্মগুরু নয়, এ অঞ্চলে কবি-সাহিত্যিক-শিল্পীগুরুও আছে। ধনী আর বিখ্যাত লোকদেরও গুরু মানা হয়। তাদেরও একই রকম পুজো করা হয়, ভগবানকে যেমন করা হয়। তাদেরও সাত খুন মাফ করে দেওয়া হয়। সারা পৃথিবীতে মীটু আন্দোলনের জালে অনেকে ধরা পড়লেও, এই বাংলায় গুরু সম্প্রদায়ের ধর্ষক আর যৌনহেনস্থাকারিরা বহাল তবিয়তে বাস করতে পারে।

আপাদমস্তক বদমাশ লোকেরাও ভালো কবিতা লিখতে পারে, নাটক লিখতে পারে, অভিনয় করতে পারে, গান গাইতে পারে, ছবি আঁকতে পারে। মুশকিল হলো, সুমনগুরু খিস্তি করলেও শিষ্যদের কানে তা মধুর শোনায়, যেহেতু এককালে তিনি ভালো গান করতেন। সুনীলগুরুর যৌনহেনস্থা নিয়ে কোনও ভিকটিম মুখ খুললে সঙ্গে সঙ্গে শিষ্যরা দু’ঘা দিয়ে দেয়। সৈয়দগুরুর পারভারসানের কথা প্রচারিত হওয়ার সঙ্গে সঙ্গে বই নিষিদ্ধ হয়ে যায়। হুমায়ূনগুরুর অনৈতিকতার কথা কেউ উচ্চারণ করলে তার জ্যান্ত কবর দিয়ে দেয় শিষ্যরা। এই চলছে। নারীগুরুও আছেন। তবে তা রাষ্ট্রের বা রাজ্যের সর্বোচ্চ ক্ষমতাশালীদের মধ্যে সীমাবদ্ধ। তাদের সম্পর্কে কোনও কটূসত্যকথা কোনও শিষ্যই বরদাস্ত করে না। এখনও শিল্প সাহিত্যের জগতে নারীদের গুরু বলে মানার চল শুরু হয়নি। যতদিন পুরুষতন্ত্রের জয়জয়কার, ততদিন শুরু হবেও না।

কোনও লেখক বা গায়কের লেখা বা গান যদি ভালো লাগে, তাহলে বলুন তাদের লেখা বা গান ভালো লাগে। আর তাদের যৌন হয়রানি, বদমাইশি, স্বার্থপরতা, অসভ্যতা, কূপমণ্ডুকতা, ক্ষুদ্রতা, নৃশংসতা ভালো না লাগলে তা বলুন। কারও গান ভালো লাগলে তার গু-গোবরও কেন ভালো লাগতে হবে? একটি মানুষের ভালো এবং মন্দ দুই দিকই থাকতে পারে। মানুষকে গুরু নয়, মানুষ হিসেবে দেখুন।

ওদিকে আবার কোনও নারী-লেখককে যেহেতু গুরু বলে মানার নিয়ম নেই, নারী-লেখকদের গুণগুলোকে গু -গোবর বলে প্রচার করে পুরুষতান্ত্রিক লোকেরা। তাদের শত্রু যদি থাকে শতকরা ৯৯.৯৯ ভাগ, তাহলে বাকি ০.০১ ভাগ যদি বন্ধু, তাহলে বারবার ওই ০.০১ ভাগকে সতর্ক করে দেওয়া হয়, যেন তারা আবার ভুল করে শিষ্য না হয়ে যায়। নারী-লেখকটিকে যেন গুরু ভেবে না ফেলে। ফেললে সাড়ে সব্বনাশ”।

- Advertisement -

Related Articles

Latest Articles