-0.3 C
Toronto
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

দুই ডোজ ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

দুই ডোজ ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান

ট্রানজিট যাত্রীদের কোভিড-১৯ ভ্যাকসিন নেওয়ার পরও সব ধরনের স্বাস্থ্যবিধিও মেনে চলার ব্যাপারে সতর্ক করেছে মেট্রোলিঙ্ক। মেট্রোলিঙ্কের মুখপাত্র অ্যান ম্যারি এইকিনস বলেন, গো বাস, টেইন ও আপ এক্সপ্রেসে যাতায়াতের সময় অনেকেই মাস্ক পরিধান করছেন না বলে খবর আসছে। কারণ, তারা মনেই করছেন ভ্যাকসিন নেওয়ার পর এগুলোর আর দরকার নেই। আমরা সবাই ক্লান্ত এবং এটাকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে মাস্ক পরিধান থেকে বিরত থাকছেন। এটা ঠিক নয়। জনস্বাস্থ্য কর্মকর্তারা বারবার করে আমাদেকে স্বাস্থ্যবিধি মেনে চলার কথা বলছেন।

- Advertisement -

তবে মেট্রোলিংঙ্কের গড়ে ৯০ শতাংশ গ্রাহক জনস্বাস্থ্য-সম্পর্কিত পরামর্শগুলো মেনে চলছেন এবং ভ্রমণের সময় তারা মাস্ক পরিধান করছেন বলে জানান এইকিনস। তিনি বলেন, প্রদেশে অধিক সংখ্যক মানুষ এখন ভ্যাকসিন নিচ্ছেন। তবে কিছু ট্রানজিট যাত্রী জনস্বাস্থ্য বিধি মেনে চলার প্রয়োজনীয়তা উপলব্ধি করতে পারছেন না। ভ্যাকসিনের ডোজ সম্পন্ন করার পরও যে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি এটা তারা বুঝতে চাইছেন না। কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে, আমরা সবাই দুই ডোজ ভ্যাকসিন না নেওয়া পর্যন্ত আমাদেরকে মাস্ক পরিধান করতে হবে ও নিয়মিত হাত ধুতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles