8 C
Toronto
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

বায়তুল জান্নাহতে আবারও হামলা

বায়তুল জান্নাহতে আবারও হামলা
জান্নাহ ইসলামিক সেন্টার

গত শনিবার রাতে টরন্টোর একটি মসজিদে ভাংচুর হয়েছে। সিটিভির সংবাদ অনুযায়ী হামলাকারীরা নামাজের রুম, অফিস তছনছ করেছে, পবিত্র কোরান শরীফের কপিগুলি ফ্লোরে ছুঁড়ে ফেলা হয়েছে, ডোনেশনের বাক্স গুলো ভেঙে ফেলা হয়েছে।

কিংস্টন রোড এবং ব্রিমলী রোডে অবস্হিত বায়তুল জান্নাহ ইসলামিক সেন্টার নামে মসজিদটিতে এই ধরনের ঘটনা এবারই নুতন নয়। ২০১৮ সাল থেকে এ পর্যন্ত কয়েকবার এ ধরনের ঘটনা ঘটেছে। টরন্টো পুলিশের তদন্তাধীন ঘটনাটির নিন্দা জানিয়েছে স্হানীয় এমপিপি ডলি বেগম।

- Advertisement -

প্রশ্ন হলো কেন বারবার মসজিদের মত পবিত্র জায়গায় হামলা? হামলা করে, ভাংচুর করে মানুষকে তাদের ধর্ম পালন থেকে নিবৃত্ত করা কী আদৌ সম্ভব? আগামী সেপ্টেম্বরে কানাডার ফেডারেল নির্বাচন, বিশ হাজার আফগান শরনার্থীকে কানাডায় আশ্রয় দেবার ঘোষণা, জংগীবাদকে নুতন করে উস্কে দেয়া, আফগানিস্তানে তালেবানের ক্ষমতা দখল ইত্যাদি নানামুখি পরিস্হিতিতে এ ধরনের ঘটনা বিবেকবান মানুষদেরকে চিন্তিত না করে পারে না।

ইসলামোফোবিয়ার মূলোৎপাটন করতে হলে অন্যের ধর্ম নিয়ে সুড়সুড়ি, উস্কানিমূলক অপব্যাখা বন্ধ করা, হিজাব পরা কিংবা হাফ প্যান্ট পরা নিয়ে মাথা ঘামানো বাদ দিয়ে সহনশীল ও পরমত সহিষ্ণুতার সমাজ গড়ার প্রচেষ্টা জোরদার করতে হবে।

আমি মসজিদে হামলার তীব্র নিন্দা জানাই ও দোষীদের দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করি।

স্কারবোরো, কানাডা

- Advertisement -
পূর্ববর্তী খবর
পরবর্তী খবর

Related Articles

Latest Articles