11.2 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪

সোনালী সূর্য আসবেই

সোনালী সূর্য আসবেই - the Bengali Times
ছবি মুকুল বি জামান

সংস্কৃতিতে একটি সুন্দর শ্লোক আছে, “চক্রবৎ পরিবর্তন্তে সুখানি চ দুঃখানি চ”. অর্থাৎ সময়ের চাকা ঘুরতে থাকে, আজ দুঃখ আছে তো কাল সুখ আসবেই। সেই ঘূর্ণায়মান চাকার দুঃখের দিকটা হয়তো এখন উপরে, তবে তা অবশ্যই নিচে যাবে এবং সুখের দিকটা উপরে আসবে ইনশাল্লাহ ! যেমনটি সঙ্গের দুটি ছবিতে। একই গাছের সামারের শুরুর এবং শেষের দিকের ছবি। একসময় সুন্দর ফুলে ভরা, আর একসময় শুধু পাতা ! ছবিটি টরোন্টোর পাশের শহর ব্রাম্পটনের একটি আবাসিক এলাকার। উক্ত এলাকায় আমার এক ক্লায়েন্ট থাকে। মাঝে মাঝে থেরাপিউটিক কাউসেলিংয়ের জন্য তাকে নিয়ে হাঁটতে বের হই, এই গাছটি তার বাড়িরই কাছেই। এইতো গত সামারে শুরুতে এবং শেষে ছবি দুটি তোলা। বর্তমানের সংকটময় সময় কেটে গিয়ে ভালো সময় আসবেই, ইনশাল্লাহ। শুধু প্রয়োজন একটু ধৈর্যের। আসুন আর কিছুটা দিন আমরা একটু ধৈর্য ধরি, পাবলিক হেলথের নির্দেশনা মেনে চলি। দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমাদের অধৈর্য শুধু ভালো সময়ের আগমনকে দীর্ঘায়িত করবে।

এইতো গত সপ্তাহে এখানে এক জন্মদিনের পার্টিতে ২২ জন জড়ো হন, সেখান থেকে ১১ জন কোভিদ ১৯ এ আক্রান্ত হন। বেঁচে থাকলে জীবনে তো অনেক জন্মদিন আসবে, অন্তত একটি জন্মদিন কি স্কিপ করা যেত না !

- Advertisement -

অস্থির এ মন আমার কেন মানে না !

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles