আজকাল গরমের তীব্রতা যেন আগুন হয়ে ঝরছে। গরম থেকে বাঁচতে শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র বা এসির প্রতি নতুন করে ঝুঁকছেন অনেকেই। অনেকেই দ্বিধায় ভোগেন এসি এবং সিলিং ফ্যান একসঙ্গে চালানো যাবে কিনা সেটা নিয়ে।
বিশেষজ্ঞরা বলছেন, এসি ও ফ্যান একসঙ্গে চালালে বেশ কিছু উপকারিতা পেতে পারেন। এ দুই যন্ত্র একসঙ্গে ব্যবহার করলে বিদ্যুৎ বিলের সাশ্রয়ও সম্ভব।
জেনে নিন আরও কিছু উপকারিতা সম্পর্কে-
১. এসি এবং ফ্যান একসঙ্গে চালালে ঘর খুব দ্রুত ঠান্ডা হয়।
২. বাতাস নিজ থেকে ঠান্ডা করতে পারে না ফ্যান। তবে এসির সঙ্গে চালালে এসির ঠান্ডা বাতাস ঘরের কোণে কোণে পৌঁছে দিতে পারে ফ্যান।
আরও পড়ুন :: যে ৩ বিষয়ে গুগলে সার্চ করলেই বিপদে পড়বেন
৩. এসির উপর চাপ কমে ফ্যান চালালে। কারণ ঘর দ্রুত ঠান্ডা হয়।
৪. এসির সঙ্গে সিলিং ফ্যান চালালে বিদ্যুৎ খরচও কমানো সম্ভব। কারণ কয়েক ডিগ্রি বাড়িয়েও এসি ব্যবহার করা যায় তখন।
৫. অনেক সময় দীর্ঘক্ষণ এসি চললে বা কম তাপমাত্রায় এসি চালু রাখলে ঘর অতিরিক্ত ঠান্ডা হয়ে যায়। রাত হলে সেটা বোঝাও যায় না সঙ্গে সঙ্গে। এক্ষেত্রে ঘরের তাপমাত্রা সহনশীল রাখতে ফ্যান ও এসি দুটোই হালকা করে চালিয়ে রাখুন।
৬. কিছুক্ষণ ফ্যান এবং এসি সঙ্গে চালিয়ে ঘর ঠান্ডা হলে এসি বন্ধ করে দিন। অনেকক্ষণ ঠান্ডা থাকবে ঘর। সাশ্রয় হবে বিদ্যুৎ খরচও। সুতরাং নিশ্চিন্তে একসঙ্গে ব্যবহার করুন ফ্যান এবং এসি।