
মোটামুটি সমস্ত উপকরণই বসিয়া বানানো, চিজ আর আটা ছাড়া।
বাসায় বানাতে পারি বলেই যে প্রায়ই খাই তা ঠিক না। মাসে একদিন আমরা পিজা খেয়ে থাকি এবং সেটি নিজেদের বানানোই।
বাসাতে বানালে ইচ্ছামতো স্বাস্থসম্মত উপকরণ দেওয়া যাই যেটা দোকান থেকে কিনে পাওয়া সম্ভব না, এবং খরচও অনেক কম হয়।
বাইরে থেকে কিনে বছরে মাত্র ২/৩ খাওয়া হয়, বিশেষ করে যখন ক্যাম্পিং বা ডে ট্রিপে যাওয়া হয়।
আজকের উইকএন্ড ছিল আমাদের পিজ্জা-ডে।
আজকে বানানোর আরো একটি কারণ ছিল, সেটি হলো বাজারে সেদিন মাত্র ৯৯ সেন্ট পাউন্ড দামে টমেটো পেয়েছিলাম। বেশ কিছু কিনে এনে সস তৈরী করা হয়েছে, সেই সসের উদ্বোধন, আর কি।
এর পর আছে গাড়ি ধোয়ামোছা প্রজেক্ট !!
স্কারবোরো, কানাডা