24.9 C
Toronto
সোমবার, মে ১২, ২০২৫

১৫ বছরের কিশোরকে তুলে নিয়ে গেলেন নারী

১৫ বছরের কিশোরকে তুলে নিয়ে গেলেন নারী - the Bengali Times
কিশোরকে গাড়িতে তুলছেন অভিযুক্ত

দিনে-দুপুরে ১৫ বছরের এক কিশোরকে তুলে নিয়ে যান এক নারী। এরপর অনেক চেষ্টা করেও ছেলের খোঁজ পাচ্ছেন না ব্যবসায়ী বাবা। গতকাল বুধবার (০১ মে) দুপুরের ঘটনাটি ভারতের নয়ডার।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ছেলেটির বাবা রেস্তোরাঁ ব্যবসায়ী। নাম কৃষ্ণজিৎ। তার রেস্তোরাঁ থেকে অনতিদূরে ছেলেটিকে টেনে-হিঁচড়ে গাড়িতে তোলা হয়।

- Advertisement -

গ্রেটার নয়ডার কোতোয়ালি বিটা-২ এলাকা থেকে অপহৃত হয় তার ছেলে। ওই এলাকায় বসানো সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যায়, হোটেলের কাছে এসে দাঁড়িয়েছে একটি সাদা গাড়ি। গাড়ি থেকে নেমে এক নারী হোটেল চত্বরে যান। সেখানে গিয়ে ওই কিশোরকে সঙ্গে নিয়ে বেরিয়ে আসেন। তাকে তুলে নেন গাড়িতে।

অপহৃত কিশোরের বাবা কৃষ্ণজিৎ জানিয়েছেন, অনেক চেষ্টা করেও বুধবার বিকালের পর থেকে ছেলেকে ফোনে পাননি। ফোন বন্ধ ছিল। এরপরেই সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন। এরপর থানায় গিয়ে অভিযোগ করে কিশোরের পরিবার।

অতিরিক্ত ডেপুটি কমিশনার অশোক কুমার বলেন, অভিযুক্তদের ধরতে তিনটি দল গঠন করা হয়েছে।

- Advertisement -

Related Articles

Latest Articles