20.2 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

প্রথমবার মর্টগেজ গ্রহীতাদের ঋণ পরিশোধে ৩০ বছর সময় দিচ্ছে অটোয়া

প্রথমবার মর্টগেজ গ্রহীতাদের ঋণ পরিশোধে ৩০ বছর সময় দিচ্ছে অটোয়া - the Bengali Times
টরন্টোতে ১১ এপ্রিল বক্তব্য দেওয়ার সময় অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ঘোষণা দেন যে প্রথমবারের মতো বাড়ি ক্রেতাদের নতুন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে নেওয়া বিমাকৃত মর্টগেজ পরিশোধে ৩০ বছর সময় দেবে ফেডারেল সরকার

সুনির্দিষ্ট বাড়ি ক্রেতাদের বিমাকৃত মর্টগেজ পরিশোধে অটোয়ার সময় বৃদ্ধির উদ্যোগের প্রশংসা করেছেন কেউ কেউ। তারা বলছেন, তবে নীতিটি সব কানাডিয়ান পর্যন্ত সম্প্রসারণ করলে বাড়ির মালিক হওয়া আরও সহজ হতো।

টরন্টোতে ১১ এপ্রিল বক্তব্য দেওয়ার সময় অর্থমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড ঘোষণা দেন যে, প্রথমবারের মতো বাড়ি ক্রেতাদের নতুন বাড়ি ক্রয়ের ক্ষেত্রে নেওয়া বিমাকৃত মর্টগেজ পরিশোধে ৩০ বছর সময় দেবে ফেডারেল সরকার।

- Advertisement -

১ আগস্ট থেকে এই পরিবর্তন কার্যকর হবে।

বর্তমান নিয়ম অনুযায়ী, ডাউন পেমেন্ট যদি বাড়ির দামের ২০ শতাংশের কম হয়ে থাকে তাহলে বাড়ির মালিকদের ২৫ বছরের মধ্যে মর্টগেজ পরিশোধ করতে হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে ফ্রিল্যান্ড বলেন, আবাসনের সংকট এবং উচ্চ ভাড়া ও বাড়ির মূল্যের কারণে তরুণ কানাডিয়ানরা কঠিন পরিস্থিতির মধ্যে পড়ে গেছে। মর্টগেজ পরিশোধের সময় বৃদ্ধির ফলে প্রথমবারের মতো বাড়ির মালিক হওয়া তরুণ কানাডিয়ানদের জন্য মাসিক মর্টগেজ পরিশোধ সহজ হবে।

মর্টগেজ প্রফেশনালস কানাডার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লরেন ভ্যান ডেন বার্গ একে সঠিক পদক্ষেপ বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ঋণ পরিশোধের সময় বৃদ্ধি প্রথমবারের মতো বাড়ি ক্রেতাদের জন্য সমতল ক্ষেত্র তৈরিতে সহায়তা করবে। আমরা জানি যে, এটা বাড়ির মালিক সুযোগ বাড়িয়ে দেবে এবং শেষ পর্যন্ত তা অর্থনৈতিক পুনরুদ্ধারে সহায়ক হবে। তবে বাড়ির মালিক হওয়ার স্বপ্ন সব কানাডিয়ানের দৃষ্টিসীমার মধ্যে নিয়ে আসতে আরও অনেক কিছু করতে হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles