8.9 C
Toronto
বৃহস্পতিবার, মে ১, ২০২৫

দুই মেয়েকে ৬ বছর ধরে ধর্ষণ, বাবার ৭০২ বছরের জেল

দুই মেয়েকে ৬ বছর ধরে ধর্ষণ, বাবার ৭০২ বছরের জেল - the Bengali Times

এক মেয়ে গর্ভবতী হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে

দুই মেয়েকে ধর্ষণে দায়ে অভিযুক্ত এক বাবার ৭০২ বছরের জেল দেওয়া হয়েছে। সেইসঙ্গে তাকে ২৩৪ বার চাবুক মারার নির্দেশ দেওয়া হয়েছে। মালয়েশিয়ার একটি আদালত গত সোমবার এ রায় দিয়েছেন। খবর সাউথ চায়না মর্নিং পোস্টের (এসসিএমপি)।

প্রতিবেদনে বলা হয়েছে, ৫৩ বছর বয়সী অভিযুক্ত ব্যক্তি ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত তার দুই মেয়েকে ধর্ষণ করেছেন বলে দোষী সাব্যস্ত হয়েছেন।
advertisement

- Advertisement -

তার ওই দুই মেয়ের একজনের বয়স এখন ১২ বছর, আরেক জনের বয়স ১৫ বছর। জঘন্য এ কাজ দেশটির জহর প্রদেশের মুয়ারের দুই স্থানে সংঘটিত হয়েছে। ধর্ষণের ফলে এক মেয়ে গর্ভবতী হয়েছে বলে রিপোর্টে বলা হয়েছে।

ভয়াবহ এ অপরাধের কারণে অভিযুক্তকে এ শাস্তি দেওয়া হয়েছে বলে জানান বিচারক। অভিযুক্ত বাবার অনুশোচনার পরেও বিচারক তার হালকা শাস্তির আবেদন নাকচ করে দিয়েছেন। ওই বিচারক জোর দিয়ে বলেছেন, এই অপরাধ অত্যন্ত গুরুতর।

অভিযুক্ত ব্যক্তি তার অপরাধ স্বীকার করে বলেছেন, আমার এ কাজের জন্য আমি এই শাস্তি মেনে নিয়েছি। দেশটিতে এর আগে ১৫ বছর বয়সী মেয়েকে ধর্ষণের দায়ে জহরের এক ব্যক্তিতে ২১৮ বছরের জেল দেওয়া হয়। সেইসঙ্গে ছিল ৭৫টি বেত্রাঘাত।

- Advertisement -

Related Articles

Latest Articles