20.2 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

বাবা দিবসে রাজকে ‘লুজার’ সম্বোধন পরীর!

বাবা দিবসে রাজকে ‘লুজার’ সম্বোধন পরীর! - the Bengali Times

বাবাকে বলা হয় বটবৃক্ষ। সন্তানের সফলতার গল্পের আড়ালের মহানায়ক হয়ে থাকেন বাবা। তাদের ভালোবাসার কাছে পৃথিবীর সমস্ত ভালোবাসা মলীন। রবিবার (১৮ জুন) সকল বাবাকে আলাদা করে ভালোবাসার দিন। বিশেষ এ দিনে বাবার প্রতি নানাভাবে ভালোবাসা প্রকাশ করেন সন্তানেরা।

- Advertisement -

ঢাকাই সিনেমার প্রতিবাদী নায়িকা পরীমণি বাবা দিবস উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়েছেন। সেখানে কারও নাম উল্লেখ না করলেও, স্ট্যাটাসটি স্বামী রাজকে উদ্দেশ্য করেই লিখেছেন, এমনটাই ভাবছেন নেটিজেনরা।

পরীমণি লিখেছেন, ‘এই যেমন আজ তোমার বাবাকে নিয়ে তুমি সুন্দর কোন স্মৃতি খুঁজে পাচ্ছো না শেয়ার করার মতন, তেমনি একদিন তোমাকে নিয়েও তোমার ছেলের কোন স্মৃতি থাকবে না! অবশ্য তোমার মায়ের সঙ্গেও নেই সেসব (স্মৃতি)। যত আবার ফেরেন্ডিদের সঙ্গে আছে! লুজার।’

তিনি যোগ করেন, ‘মা-বাবা নেই, এই কষ্ট ঢের ভালো এমন থাকার চেয়ে। যাই ঘুম দেই একটা ছেলের গলা ধরে।’

- Advertisement -

Related Articles

Latest Articles