13.5 C
Toronto
শনিবার, মে ৪, ২০২৪

‘আমি কেউ নই, এটিই আমাকে স্বস্তি দেয়’

‘আমি কেউ নই, এটিই আমাকে স্বস্তি দেয়’
তসলিমা নাসরিন ফাইল ছবি

নানা বিতর্কিত মন্তব্য করে শিরোনামে থাকেন লেখিকা তসলিমা নাসরিন। এবার নিজের নামের আগে কোনো ডিগ্রির সংক্ষিপ্ত রূপ কেন ব্যবহার করেন না, দিলেন সে ব্যাখ্যা।

গতকাল বৃহস্পতিবার রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তসলিমা নাসরিন লেখেন, ‘আমার নামের আগে আমি ডাক্তার বা ডা. লিখি না, যদিও এমবিবিএস পাস করেছি, কয়েক বছর ডাক্তারি করেছি।’

- Advertisement -

তসলিমা লেখেন, ‘আমার নামের আগে আমি ডক্টর বা ড. লিখি না, যদিও ইউরোপের চারটি নামি বিশ্ববিদ্যালয় থেকে আমি ডক্টরেট ডিগ্রি পেয়েছি।’

তিনি লেখেন, ‘আমি চার দশকের বেশি কবিতা লিখছি। দু’ডজনের বেশি কবিতার বই বেরিয়েছে। তবুও আমি নিজের নামের আগে কবি শব্দটি লিখি না। লিখতে লজ্জা হয়। আমি কেউ নই, কিছু নই, এটিই আমাকে স্বস্তি দেয়, চমৎকার নিরাপত্তা দেয়।’

ফেসবুক থেকে সংগৃহীত

- Advertisement -

Related Articles

Latest Articles