12 C
Toronto
রবিবার, এপ্রিল ২৮, ২০২৪

‘জঙ্গিরা লু‌কিয়ে থেকে লাভ হ‌বে না, খুঁজে বের করা হবে’

‘জঙ্গিরা লু‌কিয়ে থেকে লাভ হ‌বে না, খুঁজে বের করা হবে’

জঙ্গিরা দেশের যেখানেই লুকিয়ে থাকুক খুঁজে বের করা হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

- Advertisement -

তিনি বলেন, দেশের বি‌ভিন্ন স্থা‌নে লু‌কি‌য়ে থে‌কে জঙ্গী‌দের কো‌নো লাভ হবে না। জঙ্গী যেখানেই থাকুক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের খুঁজে বের করবে। শুধু দক্ষিণাঞ্চল নয়, সিলেটেও কয়েকজনের নাম এসেছে। আমাদের গোয়েন্দা সংস্থা ও পুলিশ তৎপর।’

বৃহস্পতিবার দুপু‌রে বরিশাল জেলার মুলাদী মডেল থানার নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আসাদুজ্জামান খান বলেন, ‘প্রধানমন্ত্রীর নির্দেশে যে আধুনিক পুলিশ বিনির্মাণ হচ্ছে তার সব সুযোগ সুবিধা এই থানায় থাকবে। এখানে নারী-শিশুসহ সব মানুষের আইনি সেবা নিশ্চিত করা হবে। মুলাদী থানার মতো একই ডিজাইনে দেশে ১০১টি থানা তৈরি করা হচ্ছে। এসব থানায় সর্বাধুনিক প্রযুক্তির পাশাপাশি হেল্প ডেস্ক থাকবে।‘

মন্ত্রী থানার ফলক উন্মোচন করে নবনির্মিত ভবন পরিদর্শন করেন। এরপরে থানা চত্ব‌রে প্রধান অ‌তি‌থি হি‌সে‌বে সুধী সমাবেশে অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী

বরিশাল জেলা পুলিশ সুপার ওয়াহিদুল ইসলামের সভাপতিত্বে সুধী সমাবেশে অ‌তি‌থি ছি‌লেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছাদেকুল আরেফিন, বরিশাল ৪ আসনের সাংসদ পঙ্কজ দেবনাথ, বরিশাল ৩ আসনের সংসদ সদস্য গোলাম কিবরিয়া টিপু, সংর‌ক্ষিত সাংসদ রু‌বিনা মীরা, বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা প‌রিষদ চেয়ারম্যান এ‌কেএম জাহাঙ্গীর হো‌সেন, বিভাগীয় কমিশনার আমিন উল আহসান, রেঞ্জ ডিআইজি আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিন পুলিশ কমিশনার সাইফুল ইসলামসহ পৌর মেয়র, উপজেলা চেয়ারম্যানসহ স্থানীয় দলীয় নেতারা।

সূত্র : বার্তা ২৪

- Advertisement -

Related Articles

Latest Articles