13.8 C
Toronto
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

ঐশ্বরিয়ার মতো দেখতে যারা, কারা তারা?

ঐশ্বরিয়ার মতো দেখতে যারা, কারা তারা? - the Bengali Times
ছবি সংগৃহীত

তাকে বলা হয় বিশ্বের শ্রেষ্ঠ সুন্দরীদের একজন। তার রূপ-গুণে মুগ্ধ পুরো দুনিয়া। তিনি আর কেউ নন, ঐশ্বরিয়া রায় বচ্চন। অসংখ্য পুরুষের স্বপ্নের মানুষ তিনি। আবার অনেক নারীর মনের সুপ্ত ইচ্ছা এমন রূপের অধিকারী হওয়া।

অনেকেই হয়তো ভেবেছেন ঐশ্বরিয়ার মতো সৌন্দর্য ও চেহারা আরও কারও নেই। তবে বিস্ময়কর হলেও সত্যি যে, পৃথিবীতে এ পর্যন্ত ছয়জন নারীকে পাওয়া গেছে যাদের সঙ্গে ঐশ্বরিয়ার চেহারায় ব্যাপক মিল রয়েছে।

- Advertisement -

তাদের অনেকেরই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন সময় দেখা গেছে। তালিকায় প্রথমেই রয়েছে স্নেহা উল্লালের নাম। সালমান খানের বিপরীতে ‘লাকি’ ছবিতে দেখা গেছে তাকে। বলিউডে অভিষেকের পরপরই দু’জনের চেহারার মিল নিয়ে শুরু হয় ব্যাপক চর্চা। অবিশ্বাস্যভাবে স্নেহা ও ঐশ্বরিয়ার চেহারার অদ্ভুত মিলের কথা স্বীকার করবেন সবাই। চোখের মনি, নাক, মুখাবয়ব যেন অনেকটাই এক। ছবির শুটিংয়ের সময় অনেকেই স্নেহাকে ঐশ্বরিয়া হিসেবেই ভেবেছিলেন।

এর পরেই রয়েছেন মারাঠি নায়িকা মানসী নায়েক। তাকে দেখেও একই ভাবনা আসতে পারে মাথায়। বিশেষ করে দু’জনের চোখ যেন একই।

ইরান এবং পাকিস্তানেও দেখা গেছে মিলবে ঐশ্বরিয়ার প্রতিমূর্তির। একজন মাহলঘা জাবেরি এবং অন্যজনের নাম আমনা ইমরান। চোখ দেখে তাকে বলিউড নায়িকার সঙ্গে গুলিয়ে ফেলবেন যে কেউ।

তথ্যসূত্র: নিউজ ১৮

- Advertisement -

Related Articles

Latest Articles