11.9 C
Toronto
রবিবার, মে ১১, ২০২৫

১০০ কোটি নিলেন ‘পাঠান’ শাহরুখ; বাকিরা?

১০০ কোটি নিলেন ‘পাঠান’ শাহরুখ; বাকিরা? - the Bengali Times
ছবি সংগৃহীত

আগামী ২৫ জানুয়ারি সিলভার স্ক্রিনে মুক্তির অপেক্ষায় বলিউডের নতুন স্পাই থ্রিলার ‘পাঠান’। দীর্ঘ চার বছর বিরতির পর পাঠানের হাত ধরে রুপালি দুনিয়ায় কামব্যাক কিং খানের। ‘রাফ অ্যান্ড টাফ’ লুকে ভক্তদের মন হরণ করে নিয়েছেন শাহরুখ।

সিনেমার সেট থেকে ‘পাঠান শাহরুখের’ লুকে ফিদা দর্শক। এই ছবিতে অভিনয়ের জন্য কত কোটি পকেটে পুরেছেন বলিউড কিং?

- Advertisement -

সূত্র জানাচ্ছে, পাঠানে অভিনয়ের জন্য ১০০ কোটি পারিশ্রমিক নিয়েছেন বলিউড বাদশা। পাঠানের সৌজন্যে ফের শাহরুখ-দীপিকা জুটির অন স্ক্রিন কেমিস্ট্রির স্বাদ আস্বাদন করতে পারবে বলিউড মুভি লাভার্স।

জানা গেছে, পাঠানের জন্য দীপিকা নিয়েছেন ২০ কোটি। আর জন? এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শাহরুখের কোস্টার জন আব্রাহামের পকেটে গেছে ৪০ কোটি। তবে, ‘পাঠান’-এ ক্যামিও চরিত্রে অভিনয় করা সালমান তার ক্ষণিকের উপস্থিতির জন্য কত পারিশ্রমিক পেয়েছেন- তা জানা যায়নি।

- Advertisement -

Related Articles

Latest Articles