9.5 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ৩০, ২০২৪

‘ছুটি নিন, এনজয় করুন’ জন্মদিনে প্রধানমন্ত্রীকে শাহরুখের পরামর্শ

'ছুটি নিন, এনজয় করুন' জন্মদিনে প্রধানমন্ত্রীকে শাহরুখের পরামর্শ
<br >ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছুটি নেওয়ার পরামর্শ দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ছুটি নেওয়ার পরামর্শ দিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খান। আজ প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে কিং খান টুইটে লেখেন, ‘দেশের ভালোর জন্য আপনার নিষ্ঠা এবং আত্মত্যাগের প্রশংসা না করলেই নয়। আপনার ভূমিকা সত্যিই প্রশংসার দাবিদার।’ তিনি আরো বলেন, ‘প্রার্থনা করি, আপনার সব লক্ষ্য পূরণ হোক। সুস্বাস্থ্যের অধিকারী হন আপনি।’

এরপরেই মোদিকে শাহরুখের পরামর্শ, ‘একটা দিন ছুটি নিন। দিনটা এনজয় করুন। শুভ জন্মদিন।’

- Advertisement -

২০১৯ সালে সতীর্থদের সঙ্গে প্রধানমন্ত্রীর সঙ্গে মোলাকাত করতে গিয়েছিলেন শাহরুখ। তার সঙ্গে ছিলেন আমির খান, কঙ্গনা রানাউত, একতা কাপুর, আশ্বিনি আয়ার তিওয়ারি, জ্যাকলিন ফার্নান্ডেজ, করণ জোহর, আনন্দ এল রাই, কপিল শর্মা, ইমতিয়াজ আলি, বনি কাপুর এবং আরো অনেকে। সেবারও মোদির উচ্ছ্বসিত প্রশংসা করেছিলেন বলিউড বাদশা।

টুইটারে লিখেছিলেন, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে অনেক অনেক ধন্যবাদ। আমাদের সকলকে এক ছাদের তলায় আসতে উদ্বুদ্ধ করেছেন তিনি। তাও আবার এই করণের জন্য। গান্ধীজিকে দুনিয়ার কাছে নতুনভাবে উপস্থাপন করার দরকার আছে বলেই আমার মত।’

মহাত্মা গান্ধীর ১৫০তম জন্মবার্ষিকীতেই ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল।

শাহরুখ ছাড়াও প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান আরো একঝাঁক তারকা। কঙ্গনা রানাউত, অনুপম খের, অক্ষয় কুমার, করণ জোহর, অনিল কপুর, অভিষেক বচ্চন, অজয় দেবগন, নিমরত কৌরসহ একাধিক সেলিব্রিটি প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। প্রত্যেকের শুভেচ্ছা জানানোর কায়দাই অনন্য।

ওদিকে, পুজো-প্রার্থনা বা কেক কেটে উৎসব নয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে শনিবার থেকে ১৫ দিনের সেবাপক্ষ শুরু করছে বিজেপি। বস্তি এলাকার শিশু এবং যুবকদের নিয়ে বিশেষ দৌড়ের আয়োজন করছে দিল্লি বিজেপি। রবিবার সেই দৌড়ের উদ্বোধন করার কথা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। ১৭ সেপ্টেম্বর থেকেই প্রধানমন্ত্রীর বিভিন্ন সময়ে পাওয়া উপহার ই-নিলাম আয়োজন করছে সংস্কৃতি মন্ত্রণালয়। হাজারের বেশি উপহার নিলাম করে যে টাকা উঠবে তা দেওয়া হবে ‘নমামি গঙ্গে’ প্রকল্পে। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে দিল্লির কনট প্লেসের এক রেস্তোরাঁ তৈরি করেছে ৫৬ ইঞ্চির বিশেষ থালি। মোদিকে সম্মান জানিয়ে ৫৬ রকম পদের আয়োজন করা হয়েছে ওই বিশেষ থালিতে। শনিবার চেন্নাইয়ের একটি সরকারি হাসপাতালে জন্ম নেওয়া সব নবজাতককে সোনার আংটি দেওয়ার ঘোষণা করেছে তামিলনাড়ু বিজেপি। প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে নমো অ্যাপে থাকছে বিশেষ ব্যবস্থা।

শনিবার করণ জোহর মোদিকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তাকে দেশের শক্তিশালী স্তম্ভ উল্লেখ করেন। তার টুইট, ‘দেশের শক্তিশালী স্তম্ভ হিসেবে আমাদের ভারতকে বিশ্বের মানচিত্রে আরো স্পষ্ট করে তুলছেন নরেন্দ্র মোদিজি। তাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই।’

অক্ষয় কুমার দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ছবি শেয়ার করে লেখেন, ‘আপনার দূরদর্শিতা, কর্মক্ষমতা দেখে আমি মুগ্ধ। অনুপ্রাণিত। শুভ জন্মদিন নরেন্দ্র মোদিজি। আপনার সুস্বাস্থ্য, সুখ এবং সমৃদ্ধি কামনা করি। এই বছরটা দুর্দান্ত কাটুক।’

অজয় দেবগন লেখেন, ‘দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনার নেতৃত্ব আমাকে অনুপ্রাণিত করে। আপনার সুস্বাস্থ্য কামনা করি।’

- Advertisement -

Related Articles

Latest Articles