7.9 C
Toronto
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

‘বন্ধু ছেড়ে চলে গেছে, ভালো থাকিস…’

‘বন্ধু ছেড়ে চলে গেছে, ভালো থাকিস…’ - the Bengali Times
ছবি ফেসবুক

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোশাররফ হোসেন রুবেল (৪০) মঙ্গলবার মারা গেছেন। মস্তিষ্কের ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন তিনি। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটাররা।

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ফেসবুক পেজে লিখেছেন, ‘দীর্ঘদিনের সতীর্থ ও দেশের অন্যতম সেরা স্পিনার মোশাররফ হোসেন রুবেলের অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি। শোকাহত পরিবারের প্রতি সমবেদনা।’

- Advertisement -

জাতীয় দলের সাবেক ক্রিকেটার ও বর্তমান বিসিবি নির্বাচক আব্দুর রাজ্জাক ও মোশাররফ রুবেল একই সঙ্গে ঘরোয়া ক্রিকেট শুরু করেন। বন্ধুর মৃত্যুতে কাতর তিনি, ‘বন্ধু রুবেল আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে। আমরা সবাই তার জন্য দোয়া করি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন। তার পরিবার যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। আল্লাহ তার পরিবারের উপর রহমত বর্ষন করুন।’

মোশারফের আরেক বন্ধু জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি মর্তুজা ও শাহরিয়ার নাফিজ। তার অসুস্থতাকালীন দু’জন সব সময় পাশে থেকেছেন। খোঁজ খবর নিয়েছেন। শুরুতে রুবেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শাহরিয়ার নাফিজ। পরে মাশরাফি নিজের ফেসবুকে লেখেন, ‘ভালো থাকিস, বন্ধু…।’

জাতীয় দলের হয়ে পাঁচটি ওয়ানডে খেলা এই ক্রিকেটারের মৃত্যু মানসিকভাবে আহত করেছে মাহমুদুল্লাহ রিয়াদ, মুস্তাফিজুর রহমান, সৌম্য সরকাররা। ইমরুল কায়েস লিখেছেন, তিন বছর আগে একইদিনে বাবাকে হারিয়েছিলেন তিনি। আজ আরেক কাছের মানুষ চলে গেলেন। মেহেদি মিরাজ, রমজান মাসে পৃথিবীর মায়া ত্যাগ করা মোশারফের জন্য জান্নাতের প্রার্থনা করেছেন।

 

- Advertisement -

Related Articles

Latest Articles