15.6 C
Toronto
বৃহস্পতিবার, মে ১৫, ২০২৫

‘পরিচয় সূত্রে মোবাইল নাম্বারের আদান-প্রদান হয়’

‘পরিচয় সূত্রে মোবাইল নাম্বারের আদান-প্রদান হয়’ - the Bengali Times
ছবি সংগৃহীত

কেন্দুয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকা অনশন করছেন। এ অনশনের ঘটনাটি উপজেলার গড়াডোবা ইউনিয়নের বাশাটী গ্রামের মিয়াপাড়ার বিল্লাল মিয়ার বাড়িতে ঘটেছে।

জানা গেছে, বিল্লাল মিয়ার ছেলে নাঈমকে (১৬) ভালোবাসে একই ইউনিয়নের টাঙ্গুয়া গ্রামের এক মেয়ে (১৪)।

- Advertisement -

ওই প্রেমিকা বুধবার সকাল ১০টার দিকে নাঈমের বাড়িতে এসে বিয়ের দাবি জানিয়ে অনশন করেছেন।

এ বিষয়ে প্রেমিকা বলেন, এক বছর আগে তার বোনের বাড়িতে (মিয়াপাড়ায়) নাঈমের সঙ্গে পরিচয় হয়। পরিচয় সূত্রে মোবাইল নাম্বারের আদান-প্রদান হয়। এক সময় প্রেমের গভীর সম্পর্ক গড়ে উঠে। নাঈম তাকে বাড়িতে আসতে বলেন। তার কথামত আমি নিজ বাড়ি ছেড়ে নাঈমের বাড়িতে আসি। আমি আসার পর নাঈমকে বাড়িতে না পেয়ে নাঈমের বাড়িতে অবস্থান করছি। নাঈমের সঙ্গে বিয়ে না হওয়া পর্যন্ত আমি এ বাড়ি ছেড়ে যাব না।

এ বিষয়ে নাঈমের মা আছমা আক্তার তার ছেলের প্রেমের বিষয়ে কিছুই জানেন না। এছাড়াও তিনি বলেন, আমার ছেলেও এ বিষয়ে কিছু জানে না। তবে ছেলে পছন্দ করলে আমাদের কোনো আপত্তি নেই।

কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

- Advertisement -

Related Articles

Latest Articles