12.5 C
Toronto
বুধবার, মে ৭, ২০২৫

ইধিকা পালের কোন স্বপ্ন পূরণ করলেন শাকিব খান?

ইধিকা পালের কোন স্বপ্ন পূরণ করলেন শাকিব খান? - the Bengali Times
ছবি সংগৃহীত

সাধারণ বাঙালি পরিবারের মেয়ে ইধিকা পাল। শোবিজ দুনিয়ায় যার ছিল না কোনো পরিচিতজন। স্বপ্ন ছিল নায়িকা হওয়ার, আর সেই স্বপ্নপূরণের চেষ্টায় পা রেখেছিলেন অভিনয়ে। কিন্তু টেলিভিশন ধারাবাহিকে অভিনয় শুরু করেও কাঙ্ক্ষিত সাফল্য পাননি।

তবে ঢালিউড মেগাস্টার শাকিব খানের সঙ্গে প্রিয়তমা ছবিতে জুটি বাঁধার পর বদলে যায় ইধিকার জীবনের গল্প। এ ছবি দিয়ে তিনি পরিচিতি পান শাকিবের নায়িকা হিসেবে। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।

- Advertisement -

শুধু বাংলাদেশে নয়, ওপার বাংলার ইন্ডাস্ট্রিতেও এখন তিনি আলোচনায়। প্রিয়তমার পর পশ্চিমবঙ্গের সুপারস্টার দেবের সঙ্গে খাদান ছবিতে অভিনয় করেন ইধিকা। ছবিটি দারুণ সাফল্য পায়, যা তার কাছে স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা।

এত সাফল্যের জন্য কারও অবদান সরাসরি না বললেও ইধিকা তার স্বপ্নপূরণের কথা অকপটে স্বীকার করেন। ভারতীয় গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, তার নতুন ছবি বরবাদ-এর শুটিং প্রায় শেষ। এটি তার দ্বিতীয় ছবি, যেখানে তিনি শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন। ছবিটি ঈদুল ফিতরে মুক্তির সম্ভাবনা রয়েছে।

বাংলাদেশের দর্শকদের প্রতি ভালোবাসা প্রকাশ করে ইধিকা বলেন, ‘আমি এপার-ওপার আলাদা করে দেখি না। এখানকার দর্শকরা আমার আপনজনের মতো। আমি যতটা ওপারের, ততটাই এপারের।’

নিজের ক্যারিয়ার প্রসঙ্গে ইধিকা আরও বলেন, ‘আমাদের মতো পরিবারে বড় স্বপ্ন দেখা অনেক কঠিন। কিন্তু আজ মনে হয়, আমি সেই সীমারেখা ভাঙতে পেরেছি। আশা করি, আমার গল্প অন্যদের জন্য অনুপ্রেরণা হবে।’

ইধিকার ভক্তরা মনে করেন, শাকিব খানের সঙ্গে তার জুটি তার জনপ্রিয়তা এবং ক্যারিয়ারের সফলতার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

- Advertisement -

Related Articles

Latest Articles