8.9 C
Toronto
মঙ্গলবার, মে ৬, ২০২৫

জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো

জর্জিনাকে ‘স্ত্রী’ সম্বোধন, তবে কি বিয়েটা সেরেই ফেলেছেন রোনালদো - the Bengali Times
গ্লোব সকারের অনুষ্ঠানে রোনালদো ও জর্জিনা

ক্রিস্টিয়ানো রোনালদো ও জর্জিনা রদ্রিগেজ আট বছর ধরে একসঙ্গে থাকছেন। দুজনের সংসারে এসেছে দুই সন্তানও। দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বিয়ের কথা বেশ কয়েকবার শোনা গেলেও দুজনের কেউই আনুষ্ঠানিকভাবে এ ধরনের খবর কখনোই নিশ্চিত করেননি।

এবার প্রেমিকা জর্জিনাকে ‘স্ত্রী’ হিসেবে উল্লেখ করেছেন রোনালদো।

- Advertisement -

গতকাল দুবাইয়ে গ্লোব সকারের পুরস্কার নিতে পরিবার নিয়ে হাজির হয়েছিলেন রোনালদো। মঞ্চে গিয়ে আল নাসর তারকা বলেন, ‘এই পুরস্কার জেতা আমার জন্য দারুণ সন্তুষ্টির। এখানে আমার বড় ছেলে আছে। স্ত্রীও উপস্থিত।

খেলা চালিয়ে যাওয়ার জন্য সে আমাকে সব সময় প্রেরণা দিয়ে থাকে।’

এবারই প্রথম নয়, অতীতে আরো বেশ কয়েকবার জর্জিনাকে রোনালদো স্ত্রী বলে সম্বোধন করেছেন। নিজের ইউটিউব চ্যানেলের একটি ভিডিওতে রোনালদো জর্জিনাকে ‘ওয়াইফ’ উল্লেখ করেন সিআরসেভেন। জর্জিনার সঙ্গে মিস্টার অ্যান্ড মিসেস গেম খেলার প্রস্তুতির কথা বলতে গিয়ে রোনালদো ‘আমার স্ত্রী’ শব্দটি ব্যবহার করেন।

এ সময় দুজনের হাতে আংটিও দেখা গিয়েছিল।

মাদ্রিদের একটি দোকানে সাক্ষাতের সূত্র ধরে রোনালদো-জর্জিনা ২০১৬ সাল থেকে একত্রে আছেন। গত আট বছরে পেশাগত কারণে রোনালদো যেখানে গেছেন, জর্জিনাও তার সঙ্গী হয়েছেন। স্পেন হয়ে ইতালি, সেখান থেকে ইংল্যান্ড হয়ে সৌদি আরব। শোনা যায় সৌদি আরবে বিয়ে ছাড়া একসঙ্গে থাকা নিষিদ্ধ হলেও রোনালদোকে বিশেষ ব্যবস্থায় অনুমতি দেওয়া হয়েছে।

রিয়াদে তারা রোনালদোর পাঁচ সন্তানসহ বসবাস করেন।

রোনালদো-জর্জিনার সংসারের দুই সন্তান ছাড়াও পর্তুগিজ তারকা আরো তিন সন্তানের জনক হন। এর মধ্যে বড় ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের মায়ের পরিচয় তিনি কখনো প্রকাশ করেননি রোনালদো।

- Advertisement -

Related Articles

Latest Articles