8.8 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

কৈশোর থেকেই প্রেমে

কৈশোর থেকেই প্রেমে - the Bengali Times
জাহ্নবী কাপুর

শ্রীদেবী ও বনি কাপুর দম্পতির বড় কন্যা জাহ্নবী কাপুর। গুঞ্জন রয়েছে, ভারতের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার শিন্ডের নাতি শিখর পাহাড়িয়ার সঙ্গে চুটিয়ে প্রেম করছেন। কিছু দিন আগে খবর চাউর হয় মন্দিরে গিয়ে শিখর পাহাড়িয়াকে বিয়ে করবেন জাহ্নবী। যদিও এ খবর ‘মিথ্যা’ বলে উড়িয়ে দেন এই অভিনেত্রী। এবার প্রেমিককে বিয়ে করার বিষয়ে সরাসরি প্রশ্নের মুখে পড়লেন জাহ্নবী।

‘উলাজা’ হচ্ছে জাহ্নবী কাপুর অভিনীত পরবর্তী সিনেমা। এ সিনেমার প্রচারের কাজে ব্যস্ত সময় পার করছেন তিনি। সোমবার (১৫ জুলাই) সকালে জাহ্নবী কাপুর তার ইনস্টাগ্রামে একটি পোস্ট দেন। তাতে এ অভিনেত্রী লেখেন, ‘আমার একটি গোপন তথ্য আছে, আপনাদের সঙ্গে শেয়ার করতে উন্মুখ হয়ে আছি। সঙ্গে থাকুন।’ এ দিন বিকালে মুম্বাইয়ে ‘উলাজ’ সিনেমার ট্রেলার প্রিভিউ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে এক ভক্ত জানতে চান, আপনার ‘গোপন তথ্য’ কি প্রেমিক শিখর পাহাড়িয়াকে বিয়ের বিষয়? এ প্রশ্ন শুনে বিস্মিত হন জাহ্নবী কাপুর। জবাবে তিনি বলেন, ‘আপনি কি পাগল?’

- Advertisement -

শিখর পাহাড়িয়ার সঙ্গে সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি জাহ্নবী কাপুর। তবে গত মে মাসে শিখরকে নিয়ে মন্তব্য করে ‘প্রেমের সম্পর্ক’-এ সিলমোহর দেন তিনি। মির্চি প্লাসকে দেওয়া সাক্ষাৎকারে জাহ্নবী কাপুর বলেছিলেন, ‘আমার বয়স যখন ১৫-১৬ বছর, তখন থেকেই শিখর আমার জীবনে আছে। আমি মনে করি, আমার স্বপ্নই তার স্বপ্ন, তার স্বপ্নই আমার স্বপ্ন। আমরা খুবই ঘনিষ্ঠ। আমরা পরস্পরের সাপোর্ট সিস্টেম। বলা যায়, আমরা একে অপরকে বড় করেছি।’

এর আগে শিখর-জাহ্নবীর চুমুর একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। তারপর অনেকের সঙ্গে নাম জড়িয়েছে এই নায়িকার। সময়ের সঙ্গে আড়ালে পড়ে যায় শিখরের নাম। দীর্ঘ বিরতির পর গত বছরের শেষের দিকে একসঙ্গে দেখা যায় জাহ্নবী-শিখরকে। তারপর এ জুটির পুরনো প্রেম আলোচনায় পরিণত হয়। কয়েক দিন আগে আম্বানির বিয়েতে জাহ্নবীর পোশাক ঠিক করে দিয়ে আলোচনায় আসেন শিখর। এর আগে নিজের জন্মদিনে কথিত প্রেমিককে নিয়ে মন্দিরে যান জাহ্নবী।

 

- Advertisement -

Related Articles

Latest Articles